করোনার নমুনা পরীক্ষায় যুক্ত হলো আহছানিয়া ক্যানসার হাসপাতালের ল্যাব

বণিক বার্তা অনলাইন

করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় বেরসরকারি ল্যাবের তালিকায় আরো একটি হাসপাতালের ল্যাব যুক্ত হলো। এখন থেকে ঢাকার আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবেও করোনার নমুনা পরীক্ষা করা হবে।

আজ মঙ্গলবার (৭ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা এ তথ্য জানান।

ডা. নাসিমা সুলতানা জানান, আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতাল যুক্ত হওয়ায় এখন দেশে করোনার নমুনা পরীক্ষায় মোট ল্যাবের সংখ্যা দাঁড়াল ৭৪টিতে। 

তিনি আরো জানান, আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের ৭৪টি ল্যাবে মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৪৯১ জনের। এর মধ্যে ১৪ হাজার ১৭১টি নমুনা পরীক্ষায় কভিড-১৯ পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছে ৩ হাজার ২৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৭৩ হাজার ৪৮০। এসব নমুনা পরীক্ষা করে এখন পর্যন্ত নভেল করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন।

>> ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ গেল আরো ৫৫ জনের

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন