কর্মমুখর হয়ে উঠছে বেনাপোল-পেট্রাপোল বন্দর

২৫০ ট্রাক পণ্য আমদানি রফতানি ৫০ ট্রাক

বণিক বার্তা প্রতিনিধি যশোর

বেনাপোল স্থলবন্দর দিয়ে গতকাল থেকে আবারো পুরোদমে আমদানি-রফতানি বাণিজ্য সচল হয়েছে এতে ফের কর্মমুখর হয়ে উঠেছে বন্দরটি এদিন ভারত থেকে ২৫০ ট্রাক আমদানি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে এর বিপরীতে বাংলাদেশ থেকে ভারতে রফতানি হয় ৫০ ট্রাক পণ্য গতকাল সন্ধ্যা পর্যন্ত আমদানি-রফতানির তথ্য নিশ্চিত করেন বন্দরের উপপরিচালক মামুন তরফদার

চারদিন বন্ধ থাকার পর গত রোববার বিকাল থেকে বাংলাদেশী পাঁচ ট্রাক পণ্য ভারতে রফতানির মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম চালু হয় এর আগে ভারতীয় কর্তৃপক্ষ রফতানি পণ্য না নেয়ায় জুলাই সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রফতানিকারকরা এক হয়ে আমদানি বাণিজ্য কার্যক্রম বন্ধ করে দেন

জানা যায়, করোনা সংক্রমণের আশঙ্কায় ২২ মার্চ দুই বন্দরের মধ্যে আমদানি-রফতানি বন্ধ হয়ে যায় স্থানীয়ভাবে দুই দেশের বন্দর, কাস্টমস, বন্দর ব্যবহারকারীরা দফায় দফায় বৈঠকের পর গত জুন সীমান্ত বাণিজ্য সচল হয় এর পর থেকে ভারতীয় পণ্য বাংলাদেশে এলেও বাংলাদেশী কোনো পণ্যচালান ভারতে রফতানি হয়নি সব মিলিয়ে ১০০ দিনে বাংলাদেশ থেকে কোনো পণ্যচালান ভারতে রফতানি হয়নি অথচ লকডাউনের ৭৭ দিনের মাথায় ভারতীয় পণ্য বাংলাদেশে আসা শুরু হয় এমন প্রেক্ষাপটেই বাণিজ্যকে একতরফা উল্লেখ করে আমদানি কার্যক্রম বন্ধ করে দেন ব্যবসায়ীরা

বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, গতকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য পুরোদমে শুরু হয়েছে স্বাস্থ্যবিধি মেনে সবাই বাণিজ্য কার্যক্রম চালাচ্ছে এতে কর্মমুখর হয়ে উঠেছে বন্দরটি

দেশে স্থলপথে যে রফতানি হয় তার প্রায় ৭০ শতাংশ ভারতে যায় বেনাপোল বন্দর দিয়ে প্রতি বছর বন্দর দিয়ে প্রায় ১০ হাজার কোটি টাকা মূল্যের নয় হাজার টন বাংলাদেশী পণ্য ভারতে রফতানি হয় কিন্তু ভারত থেকে পণ্য আসে এর বহু গুণ

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় ২২ মার্চ থেকে আমদানি-রফতানি বন্ধ ছিল জুন থেকে আবার আমদানি শুরু হয় আমাদের আন্দোলনের মুখে ভারত রফতানি পণ্য নেয়া শুরু করেছে আজ (গতকাল) থেকে স্বাভাবিকভাবে সব কার্যক্রম চলছে

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি সাজেদুর রহমান জানান, অবশেষে বেনাপোল বন্দর আগের গতিতে ফিরে আসতে শুরু করেছে গতকাল পুরোদমে চলেছে বাণিজ্য কার্যক্রম এতে আমাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে

বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার . সৈয়দ নিয়ামুল ইসলাম বলেন, সোমবার থেকে দুই দেশের বাণিজ্য কার্যক্রম আগের গতিতে শুরু হয়েছে এদিন ভারত থেকে ২৫০ ট্রাক পণ্য আমদানি হয়েছে এর বিপরীতে আমাদের দেশ থেকে ৫০ ট্রাক পণ্য রফতানি হয়েছে

বেনাপোল বন্দর দিয়ে ভারতে সাধারণত ওভেন গার্মেন্টস, নিটেড গার্মেন্টস, নিটেড ফ্যাব্রিকস, চিংড়ি, বিভিন্ন ধরনের মাছ, কাঁচা পাট, পাটজাত দ্রব্য (পাটের ব্যাগ, পাটের সুতা, চট), টিস্যু, সুপারি, ধানের কুঁড়া, কটন র্যাগস (ঝুট), ফ্লোট গাস, ব্যাটারি, জিংক পেট, সিরামিক টাইলস, সাবান, হাড়ের গুঁড়ো, কাঁচা চামড়া, প্রক্রিয়াজাত চামড়া, ওষুধ, সবজি, ফল, চা, পেট্রোলিয়াম বাই প্রডাক্ট, হস্তশিল্পজাত দ্রব্য সিমেন্ট রফতানি হয়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন