ইন্টারনেট সার্ভিস খাত

উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়ন চালু করল প্রাইম ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

দেশের ইন্টারনেট সার্ভিস খাতের উদ্যোক্তাদের অর্থায়নসহ যাবতীয় ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে প্রাইম ব্যাংক লিমিটেড এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রধান নির্বাহী র্কমর্কতা (সিইও) রাহেল আহমেদ এবং আইএসপিএবি প্রেসিডেন্ট মো. আমিনুল হাকিম আনুষ্ঠানিকভাবে এই অ্যালায়েন্সের উদ্বোধন করেন অনুষ্ঠানে ডাক টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার প্রধান অতিথি ছিলেন

সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে দেশের প্রসারমাণ ইন্টারনেট সার্ভিস খাতের দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে আইএসপিএবি প্রাইম ব্যাংকের উদ্যোগে সহজ অর্থায়ন সুবিধা ইন্টারনেট সার্ভিস খাতের উদ্যোক্তাদের সহায়তা করবে চুক্তি মোতাবেক আইএসপিএবির সদস্য প্রতিষ্ঠানগুলো প্রাইম ব্যাংক থেকে জামানতবিহীন সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত লোন এবং অন্যান্য আর্থিক সেবা পাবে ফলে উদীয়মান খাতের প্রবৃদ্ধি আরো ত্বরান্বিত হবে সৃষ্টি হবে নতুন র্কমসংস্থান দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে ব্রডব্যান্ড সার্ভিস উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে আরো বেশি অবদান রাখার সুযোগ পাবেন

ডাক টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ইন্টারনেট সার্ভিস খাতে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরের দূরত্বটা প্রাইম ব্যাংকের এই উদ্যোগের মাধ্যমে অনেকটা দূর হয়ে গেল আশা করি, এর ফলে অন্য ব্যাংকও এগিয়ে আসবে শুধু স্থাবর সম্পত্তি নয়, একজন উদ্যোক্তার মেধা জ্ঞান অত্যন্ত মূল্যবান সম্পদ তরুণ সৃজনশীল উদ্যোক্তারা সে মেধা সৃজনশীলতা দিয়ে প্রতিনিয়ত নতুন নতুন সেবা দিয়ে ব্রডব্যান্ড সার্ভিস সমৃদ্ধ করার মাধ্যমে দেশের প্রযুক্তি খাত অর্থনীতিকে আরো গতিশীল করে তুলেছে

প্রাইম ব্যাংকের এমডি সিইও রাহেল আহমেদ বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ ভিশন বাস্তবায়ন এবং বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার অগ্রযাত্রাকে এগিয়ে নেয়ার লক্ষ্যে প্রাইম ব্যাংক একাত্ম হয়ে কাজ করছে ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ এবং সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য ইন্টারনেট একটি অতীব জরুরি নিয়ামক আমরা বিশ্বাস করি, ঋণ সুবিধার ফলে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী কোম্পানিগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্রডব্যান্ড সার্ভিস নিয়ে যেতে পারবে এই প্রসারমাণ খাতের আগামী দিনের অগ্রযাত্রায় সঙ্গে থাকতে প্রাইম ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের এমএসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ এম ওমর তৈয়ব এবং ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নাজমুল করিম চৌধুরী এবং আইএসপিএবির সেক্রেটারি জেনারেল মো. এমদাদুল হক উপস্থিত ছিলেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন