নাইজেরিয়ায় চীনের পাঁচ নাবিক অপহূত

বণিক বার্তা ডেস্ক

নাইজেরিয়ার জলসীমায় একটি কার্গো জাহাজ থেকে পাঁচ চীনা নাবিককে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মন্ত্রণালয় থেকে বলা হয়, গত জুলাই সিঙ্গাপুরের একটি কার্গো জাহাজে জলদস্যুরা আক্রমণ করে এরপর তারা জাহাজটি থেকে পাঁচ চীনা নাবিককে অপহরণ করে নিয়ে যায় খবর এএফপি

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নাইজেরিয়ায় চীনা দূতাবাস থেকে জরুরি পদক্ষেপ নেয়া হয়েছে নাইজেরিয়া কর্তৃপক্ষকে অপহূত নাবিকদের উদ্ধারে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে এর আগে সামুদ্রিক নৌপথ নিরাপত্তাবিষয়ক সংস্থা ড্রায়াড গ্লোবাল জানিয়েছিল, সিঙ্গাপুরের কোতা বুদি নামের ওই কার্গো জাহাজে ভারী অস্ত্র নিয়ে জলদস্যুরা হামলা করে

মূলত নাইজেরিয়ান উপকূলসহ পুরো গিনি উপসাগর বিশ্বের অন্যতম বিপজ্জনক জলসীমা বলে স্বীকৃত কারণ অঞ্চলে প্রায় নিয়মিত জলদস্যুরা জাহাজে হামলা নাবিকদের অপহরণ করে এর মধ্য দিয়ে তারা মুক্তিপণ আদায় করে থাকে ড্রায়াড গ্লোবালের হিসাব অনুযায়ী, ২০২০ সালে এখন পর্যন্ত পশ্চিম আফ্রিকান উপকূল থেকে ৭৮ জন নাবিককে অপহরণ করা হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৬ শতাংশ বেশি তবে জুলাইয়ের অপহরণ নিয়ে নাইজেরিয়া কর্তৃপক্ষ কোনো বিবৃতি দেয়নি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন