দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০

বণিক বার্তা প্রতিনিধি দিনাজপুর ও ময়মনসিংহ

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ ১০ জন নিহত হয়েছে গতকাল ও রোববার রাতে এসব দুর্ঘটনা ঘটে প্রতিনিধিদের পাঠানো খবর

দিনাজপুর: জেলার বীরগঞ্জ উপজেলায় বিআরটিসি বাসের চাপায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছে গতকাল বেলা ২টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার পঁচিশ মাইল এলাকায় দুর্ঘটনা ঘটে

নিহতরা হলেন বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী নার্গিস বেগম (৫০), তার ছেলে নাঈম (১৪), মেয়ে রুপা () তার বোন এবং ইদ্রিস আলীর স্ত্রী আসমা বেগম (৪০) নিহত অন্যজন হলেন অটোভ্যানচালক, তবে তার পরিচয় পাওয়া যায়নি ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন প্রধান জানান, নার্গিস আসমা খাতুন বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রনগাঁ গ্রামে তাদের অসুস্থ পিতাকে দেখতে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে যাচ্ছিলেন গতকাল দুপুরে পঁচিশ মাইল বাজারে ভ্যানটিকে পঞ্চগড়মুখী একটি বিআরটিসির বাস চাপা দেয় এতে তাদের পাঁচজন মারা যান

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ পাঁচটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এছাড়া দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধারে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়

ওসি আরো বলেন, দুর্ঘটনার পরপর বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি তবে বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে আশা করছি, দ্রুতই চালককে আটক করে আইনের আওতায় আনা যাবে

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা নান্দাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ পাঁচজনের মৃত্যু হয়েছে গত রোববার রাত সাড়ে ১১টায় গতকাল সকালে এসব দুর্ঘটনা ঘটে

জানা গেছে, গতকাল ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ি এলাকার তেপান্তর হোটেলের সামনে প্রাইভেট কার কাভার্ড ভ্যানের সংঘর্ষে প্রাইভেট কার আরোহী জয় মোর্শেদ তুষার (৩২) জাবের মোর্শেদ আকাশ (৩০) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়

ভরাডোবা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম জানান, দুর্ঘটনার পর সকালে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয় পরে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

এদিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার মেরেঙ্গা বাজারের কাছে গরু বোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে গত রোববার রাত সাড়ে ১১টার দিকে ঘটনা ঘটে

নিহতরা হলেন নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের ফাইজুল ইসলামের ছেলে অটোরিকশাচালক হানিফ মিয়া (২৮), যাত্রী রেনু মিয়ার ছেলে আরিফ মিয়া (২৬) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাদাতপুর গ্রামের রমজানের ছেলে নয়ন মিয়া (৩০)

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিশোরগঞ্জ ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন