বগুড়া-১ আসন

করোনা ও বন্যার মধ্যেই উপনির্বাচনের প্রস্তুতি

বণিক বার্তা প্রতিনিধি বগুড়া

করোনা বন্যার মধ্যেই বগুড়া- (সারিয়াকান্দি-সোনাতলা) নির্বাচনী আসনে ১৪ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বন্যার পানি কমলেও করোনার ভয় বিরাজ করছে সর্বত্র

এদিকে বগুড়া- সংসদীয় আসনের উপনির্বাচন সামনে রেখে ভোটারদের মধ্যে সাজ সাজ রব পড়ে গেছে পুরো নির্বাচনী এলাকায় লিফলেট পোস্টার দেখা যাচ্ছে আর হোটেল-রেস্তোরাঁগুলোয় আবারো নির্বাচনী খোশগল্পে মেতে উঠেছেন ভোটাররা

বগুড়া- (সারিয়াকান্দি-সোনাতলা) নির্বাচনী আসনে ১২৩টি কেন্দ্রে মোট লাখ ৩০ হাজার ৮৯২ জন ভোটার রয়েছেন এর মধ্যে সোনাতলায় লাখ ৫৩ হাজার ৫৬৬ জন এবং সারিয়াকান্দিতে লাখ ৭৭ হাজার ৩২৬ জন

সোনাতলা উপজেলায় ৭৫ হাজার ৪২০ জন পুরুষ ৭৮ হাজার ১৪৬ জন মহিলা ভোটার ২৮৪টি বুথে ভোটাধিকার প্রয়োগ করবেন

বগুড়া- আসনে সংসদ উপনির্বাচনে এমপি পদে এবার ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের সহধর্মিণী সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান (নৌকা), বিএনপি প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী অধ্যক্ষ মোকছেদুল আলম (লাঙ্গল), প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির মো. রনি (বাঘ), খেলাফত আন্দোলনের প্রার্থী প্রভাষক নজরুল ইসলাম (বটগাছ) স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (ট্রাক)

বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি আওয়ামী লীগ সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া- আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন এরপর উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয় ২৯ মার্চ করোনার কারণে ওই তারিখে ভোটগ্রহণ স্থগিত হয়

অন্যদিকে আবারো তারিখ ঘোষণার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন চরাঞ্চলে ভোট চেয়ে দিনভর গণসংযোগ উঠান বৈঠক করেন অন্য প্রার্থীরাও তাদের নিজেদের মতো করে ভোটের মাঠে আছেন

১৪ জুলাই বগুড়া- আসনের উপনির্বাচন সামনে রেখে ভোট কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফ হোসেন জানান

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন