বন্ধই থাকছে তাজমহল

বণিক বার্তা ডেস্ক

সবকিছু ঠিকঠাক করাই ছিল তিন মাস বন্ধ থাকার পর নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝেই গতকাল সোমবার খুলতে যাচ্ছিল ভারতের অনত্যম পর্যটনকেন্দ্র ঐতিহাসিক স্থাপনা তাজমহল কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত বদল করেছে কর্তৃপক্ষ আগ্রায় অবস্থিত মোগল স্থাপত্যের অন্যতম এই নিদর্শনটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বিশেষ করে সাম্প্রতিক সময়ে ভারতে কভিড-১৯- আক্রান্ত মৃত্যুর হার বেড়ে যাওয়ায় নিতে হয়েছে সিদ্ধান্ত এমন কঠিন পরিস্থিতিতে তাজমহলের মতো আকর্ষণীয় স্থান জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিলে তা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করছে কর্তৃপক্ষ

অবশ্য তাজমহল কতদিন পর্যন্ত বন্ধ থাকবে, সে বিষয়ে নোটিসে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি এদিকে তাজমহল বন্ধ রাখার পেছনে আগ্রার করোনা পরিস্থিতিও বিবেচনায় নেয়া হয়েছে ভারতের অন্যান্য স্থানের মতো এই পর্যটন অঞ্চলেও সংক্রমণ ঊর্ধ্বমুখী পাশাপাশি তাজমহল দেখতে অনেক মানুষ আসে দিল্লি থেকেও সেই দিল্লিতেও করোনা পরিস্থিতি প্রতিনিয়ত অবনতির দিকে যাচ্ছে

এর আগে নতুন নিয়মে সামাজিক দূরত্ব মেনে তাজমহল খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল যেখানে অবস্থানকালের পুরোটা সময় মাস্ক পরে থাকা, একজন থেকে আরেকজনের নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা এবং মার্বেল পাথর স্পর্শ না করার নিয়মও যুক্ত ছিল এছাড়া দৈনিক সর্বোচ্চ পাঁচ হাজার দর্শনার্থীকে প্রবেশের অনুমতি দেয়া এবং ভাগে ভাগে প্রবেশ করানোসহ বেশকিছু নিয়ম তৈরি করা হয়েছিল কিন্তু পরিস্থিতির কারণে কঠোর পথেই হাঁটতে হলো তাদের

করোনা সংক্রমণে ভারতের সামগ্রিক পরিস্থিতি বেশ ভীতিজাগানিয়া এরই মধ্যে আক্রান্তের দিক থেকে রাশিয়াকে টপকে তিন নম্বরে উঠে এসেছে দক্ষিণ এশিয়ার দেশটি

বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন