দৃশ্যমান স্থানে ‍ঝুলিয়ে রাখতে হবে প্রতিষ্ঠানের ভ্যাট সনদ

বণিক বার্তা অনলাইন

ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটের সনদ দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখতে হবে। সম্প্রতি এ নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ। ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভ্যাট সনদ সঠিকভাবে রাখছে কি না, তা তদারকি করতে প্রত্যেক ভ্যাট কমিশনারেটকেও নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১৬ জুলাইয়ের মধ্যে এ ব্যাপারে পদক্ষেপ জানাতে বলেছে এনবিআর।

অবশ্য পুরোনো ভ্যাট আইনে ব্যবসা প্রতিষ্ঠানে সনদ ঝুলিয়ে রাখার বিষয়টি ছিল। গত বছরের জুন থেকে চালু হওয়া নতুন আইনেও তা রাখা হয়। কিন্তু নতুন আইনেও বিষয়টি বলবত থাকার কথা জানেন না অনেক ব্যবসায়ী। আবার জেনেও অনেকে ভ্যাট সনদ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে প্রদর্শন করেন না। তাই বিষয়টি আবার মনে করিয়ে দিচ্ছে এনবিআর। নির্দেশনা অনুযায়ী সনদ প্রদর্শন না করলে ১০ হাজার টাকার জরিমানার বিধানও রয়েছে।

বিভিন্ন কমিশনারেটকে পাঠানো এনবিআরের চিঠিতে বলা হয়েছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান ভ্যাট সনদ দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখছে না, যা আইনত জরিমানা আরোপযোগ্য অপরাধ। মাঠপর্যায়ের দফতরগুলোও আইনের বিধানটি নিশ্চিত করতে পারছেন না। 

ওই চিঠিতে বেশ কয়েকটি নির্দেশ দেয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোয় সঠিকভাবে ভ্যাট সনদ দৃশ্যমান স্থানে রাখা হচ্ছে কি না, তা নিয়মিত পরিদর্শনে অভিযান পরিচালনা করা; কতটি প্রতিষ্ঠান ভ্যাট সনদ রাখছে, তা নিয়ে একটি জরিপ পরিচালনার এসব নির্দেশের মধ্যে অন্যতম। 

তবে অনেক ব্যবসায়ী বলছেন, এই মহামারীর মধ্যে এমনিতেই ব্যবসা বাণিজ্যের অবস্থা শোচনীয়। এর মধ্যে কর্মকর্তারা এভাবে পরিদর্শনে আসতে থাকলে ব্যবসায়ীরা মানসিক চাপে থাকবেন। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন