বার্সা জিতলেও শিরোপার পথে রিয়াল

বণিক বার্তা ডেস্ক

অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে সার্জিও রামোসের পেনাল্টিতে করা একমাত্র গোলে ভর দিয়ে মহামূল্যবান জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ। এতে বার্সেলোনার চেয়ে সাত পয়েন্টে এগিয়ে যায় জিনেদিন জিদানের দল। এর কয়েক ঘন্টা পর মাঠে নামা বার্সা ভিলারিয়ালের মাঠে ৪-১ গোলের জয় তুলে নিয়ে ব্যবধান আবারো চারে নামিয়ে আনতে সমর্থ হয়। তবে মৌসুমের বাকি চার ম্যাচে এই ব্যবধান ঘুচিয়ে বার্সেলোনার শিরোপা ধরে রাখতে হলে ঘটতে হবে অলৌকিক কিছু।  

৩৪ রাউন্ড শেষে ৭৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে রিয়াল, সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তাদের পরেই বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। এখন রিয়াল অন্তত দুটি ম্যাচে হেরে গেলেই বার্সেলোনার শিরোপা ধরে রাখার সুযোগ তৈরি হতে পারে। কাতালানরা এখন তাই রিয়ালের হারের প্রার্থনাই হয়তো করবে। 

ভিলারিয়ালের পাউ তোরেস আত্মঘাতী গোল করে বসলে ম্যাচের তৃতীয় মিনিটেই লিড নেয় বার্সেলোনা। যদিও ১৪ মিনিটে সমতা আনেন জেরার্ড মোরেনো। এর ছয় মিনিট পর লিওনেল মেসির পাসে গোল করে বার্সাকে ফের এগিয়ে দেন লুইস সুুয়ারেজ। ৪৫ মিনিটে মেসির দুর্দান্ত এক ব্যাকহিলে বল পেয়ে গোলকিপারে মাথার ওপর দিয়ে আলতো করে তুলে দিয়ে ব্যবধান ৩-১ করেন আতোয়াঁ গ্রিজম্যান। ৮৬ মিনিটে আনসু ফাতি করেন বার্সার চতুর্থ গোল।

চলতি মৌসুমে লা লিগায় মেসির অ্যাসিস্ট ১৯টি হয়ে গেল, যা ২০১০-১১ মৌসুমের পর কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ। সর্বশেষবারও করেছিলেন মেসি। 

রিয়াল মাদ্রিদ বাকি চার ম্যাচের মধ্যে দুটিতে ড্র করলে কিংবা একটিতে হারলেও শিরোপা জিততে সমর্থ হবে। লস বøাঙ্কোসদের পরের ম্যাচগুলো যথাক্রমে অ্যালাভেস, গ্রানাডা, ভিলারিয়াল ও লেগানেসের বিপক্ষে। শিরোপা নিশ্চিত করতে এ ম্যাচগুলো থেকে তাদের চাই আট পয়েন্ট। আর বার্সা পয়েন্ট হারালে আরো আগেভাগেই শিরোপার উৎসবে মেতে উঠবে মাদ্রিদ জায়ান্টরা। 

রিয়াল মনে করে, বিলবাওয়ের মাঠে জিতে কঠিন বাধাটা তারা টপকে এসেছে। অধিনায়ক রামোস টানা তৃতীয় ম্যাচে পেনাল্টি থেক গোল করে দলকে জেতানোর পর বলেন, ‘এটা সত্যিই খুব বড় জয়, আমাদের লক্ষ্যপূরণ হয়েছে। যেসব প্রতিপক্ষ কঠিন লড়াই করে খেলে সেসবের মধ্যে বিলবাও একটি, আমরা এটিতে উতড়ে গেছি। এখন আমাদের ধাপে ধাপে এগোতে হবে। তিন পয়েন্ট তুলে নিতে পেরে আমরা অনেক খুশি, এটা বার্সেলোনার ওপর অনেক চাপ তৈরি করবে। এখন আমাদের অপেক্ষা করতে হবে, যদিও এটা আমাদেরই হাতে। আমরা লিগটি (শিরোপা) চাই।’

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন চ্যাম্পিয়ন লিভারপুলকে মাটিতে নামানোর পরের ম্যাচেই সাউদাম্পটনের কাছে হেরে বসল ম্যানচেস্টার সিটি। রোববার রাতে অ্যাওয়ে ম্যাচে পেপ গার্দিওলার দল হেরেছে ০-১ গোলে। এ রাতে লিভাপুল ২-০ গোলে অ্যাস্টন ভিলাকে হারায়। 

ইতালিতে জুভেন্টাসের টানা নবম শিরোপার পথ এখন আরো মসৃণ। তাদের প্রতিদ্ব›দ্বীরা ক্রমেই পেছনে পড়ে যাচ্ছে। রোববার রাতে বোলোনার কাছে ১-২ গোলে হেরে বসেছে ইন্টার মিলান। আরেক বড় ম্যাচে রোমাকে ২-১ গোলে হারায় ন্যাপোলি। ৩০ রাউন্ড শেষে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস, সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে ল্যাজিও দুইয়ে ও ৬৪ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান তিনে।

সূত্র: মার্কা ও বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন