দুই হাজার ছাড়াল মৃত্যু কমেছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

দেশে নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা হাজার অতিক্রম করে গিয়েছে। সর্বশেষ গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এতে সংক্রমিত হয়ে ৫৫ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সময় দীর্ঘদিন পর দেশে ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্তের সংখ্যা তিন হাজারের নিচে নেমে এসেছে।

নিয়মিত এক অনলাইন বুলেটিনে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের ৭৩টি ল্যাবের মধ্যে ৬৮টি ল্যাবের তথ্য পাওয়া গিয়েছে। এসব ল্যাবে মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৯৬৪ জনের। আগে সংগৃহীত নমুনাসহ মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৯৮৮টি। এর বিপরীতে কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে হাজার ৭৩৮ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৯ দশমিক ৫৭ শতাংশ। নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল লাখ ৪৬ হাজার ৬২। এসব নমুনা পরীক্ষা করে এখন পর্যন্ত নভেল করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে লাখ ৬২ হাজার ৪১৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, দেশে সব মিলিয়ে হাজার ৫২ জন ব্যক্তি করোনা সংক্রমিত হয়ে মারা গিয়েছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার দশমিক ২৬ শতাংশ। বয়স বিবেচনায় মৃত্যুর হার সবচেয়ে বেশি ষাটোর্ধ্ব বয়সের ব্যক্তিদের। পর্যন্ত ৮৯০ জন ষাটোর্ধ্ব বয়সের মানুষ কভিড-১৯- আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, যা মোট মৃতের সংখ্যার ৪৮ দশমিক ৭৩ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন