জিও প্লাটফর্মে ১৯০০ কোটি রুপি বিনিয়োগ করছে ইন্টেল ক্যাপিটাল

বণিক বার্তা ডেস্ক

ঋণের বোঝা কমাতে একের পর এক ব্যবসায় বিলগ্নীকরণের দিকে ঝুঁকছে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরআইএল) এর অংশ হিসেবে এরই মধ্যে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান জিও ইনফোকমের বড় একটা অংশের মালিকানা বিক্রি করেছে ভারতীয় জায়ান্ট প্রতিষ্ঠানটি। বিনিয়োগকারী প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ফেসবুকসহ কয়েকটি মার্কিন প্রতিষ্ঠানও। আর জিও প্লাটফর্মে বিনিয়োগের তালিকায় এবার নাম লেখাতে যাচ্ছে আরেক মার্কিন প্রতিষ্ঠান ইন্টেল ক্যাপিটাল। প্রতিষ্ঠানটি জিও প্লাটফর্মে প্রায় ১৯০০ কোটি রুপি বিনিয়োগ করতে যাচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আরআইএল। খবর ইটি টেলিকম।

আরআইএলের দেয়া তথ্য অনুযায়ী, জিও প্লাটফর্মের শূন্য দশমিক ৩৯ শতাংশ মালিকানার জন্য ইন্টেল ক্যাপিটালকে হাজার ৮৯৪ কোটি ৫০ লাখ রুপি ব্যয় করতে হচ্ছে। যার ফলে প্রতিষ্ঠানটির ইকুইটি ভ্যালু দাঁড়াবে লাখ ৯১ হাজার কোটি রুপি এবং এন্টারপ্রাইজ ভ্যালু হবে লাখ ১৬ হাজার কোটি রুপি।

দীর্ঘদিন ধরে একের পর এক ব্যবসায় বিলগ্নীকরণের দিকে ঝুঁকছে ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন জিও প্লাটফর্ম। আর সর্বশেষ ইন্টেল ক্যাপিটালের বিনিয়োগের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটিতে এখন পর্যন্ত সম্মিলিত বিনিয়োগ দাঁড়াবে লাখ ১৭ হাজার ৫৮৮ কোটি ৪৫ লাখ রুপি। যার বড় একটি মালিকানায় রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট ফেসবুক।

মার্কিন প্রযুক্তি জায়ান্ট ইন্টেল করপোরেশনের একটি মালিকানাধীন প্রতিষ্ঠান হলো ইন্টেল ক্যাপিটাল। মূলত প্রযুক্তি ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনসহ ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ফাইভজি নেটওয়ার্কে বিনিয়োগ করে থাকে প্রতিষ্ঠানটি।

নতুন বিনিয়োগের বিষয়ে আরআইএলের চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানি বলেন, ভারতকে প্রযুক্তি বিশ্বের নেতৃত্বে নিয়ে যাওয়ার আমাদের যে লক্ষ্য, সেটি বাস্তবায়নে আমরা অনেকগুলো জায়ান্ট প্রতিষ্ঠানকে সঙ্গে পেয়েছি। প্রযুক্তি ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনের মধ্য দিয়ে ইন্টেল ক্যাপিটাল বাস্তবেই একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিশ্বব্যাপী প্রযুক্তি খাতের খুবই মূল্যবান অংশীদার হিসেবে পরিচিতি রয়েছে প্রতিষ্ঠানটির।

অন্যদিকে ইন্টেল ক্যাপিটালের সভাপতি ওয়েন্ডেল ব্রুক বলেন, আমাদের অন্যতম লক্ষ্য হলো প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে উন্নত করা। জিও প্লাটফর্মও একই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ভারতের বাজারে কম খরচে ডিজিটাল সেবা দিয়ে যাচ্ছে, যা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সক্ষম। ডিজিটাল ভারত রূপান্তরের যে ভিশন রয়েছে, সেটিতে ইন্টেল ক্যাপিটালের সম্পৃক্ততা গুরুত্ব বহন করবে বলেও মনে করেন তিনি।

এর আগে টেলিকম প্রতিষ্ঠানটি তার মালিকানার ১৭ শতাংশ বিক্রি করেছে। জিও প্লাটফর্মে বিনিয়োগকারীর প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফেসবুক, সিলভার লেক, ভিস্তা ইকুইটি পার্টনার, গ্লোবাল গ্রোথ ইকুইটি ফার্ম জেনারেল আটলান্টিকের মতো মার্কিন প্রতিষ্ঠান। এর মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে ফেসবুক। সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্টটি জিও প্লাটফর্মের প্রায় ১০ শতাংশ মালিকানা কিনেছে। গত এপ্রিলের অধিগ্রহণ চুক্তির মূল্য ৫৭০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩ হাজার ৫৭৪ কোটি রুপি। ফেসবুকের পরই মালিকানা কেনে আরেক মার্কিন প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান সিলভার লেক। জিও প্লাটফর্মের দশমিক ১৫ শতাংশ নিয়ন্ত্রণ পেতে হাজার ৬৫৫ কোটি রুপি বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি।

আরআইএলের হিসাব অনুযায়ী, গত ৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে কোটি ৬১ লাখ রুপিতে। তবে ২০২১ সালের মার্চের মধ্যে ঋণের এসব খড়গ থেকে মুক্তি পেতে চায় প্রতিষ্ঠানটি। কারণেই মরিয়া হয়ে বিলগ্নীকরণ নতুন ঋণের দিকে ঝুঁকছেন ভারতীয় ধনকুবের।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন