বাড়তে শুরু করেছে নিকেলের দাম

বণিক বার্তা ডেস্ক

আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছে নিকেলের দাম। ধারাবাহিকতায় লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) সর্বশেষ কার্যদিবসে প্রতি টন নিকেলের দাম ১৩ হাজার ডলার ছাড়িয়ে গেছে। খবর মেটাল বুলেটিন।

এলএমই প্রাইস ইনডেক্স অনুযায়ী, সর্বশেষ কার্যদিবসে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন নিকেলের দাম উঠেছে ১৩ হাজার ৪০ ডলারে, যা আগের দিনের তুলনায় টনপ্রতি ২১৭ ডলার বেশি। গত এক মাসের মধ্যে এটাই নিকেলের সর্বোচ্চ দাম।

গত জুন এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন নিকেল ১২ হাজার ৮১২ ডলারে বিক্রি হয়েছিল। এরপর থেকে ক্রমেই উত্থান-পতনের মধ্য দিয়ে সময় পার করেছে ব্যবহারিক ধাতুটির বাজার পরিস্থিতি। ধারাবাহিকতায় ২৫ জুন ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন নিকেলের দাম ১২ হাজার ৩৮৬ ডলারে নেমে আসে। গত এক মাসের মধ্যে এটা ছিল এলএমইতে ব্যবহারিক ধাতুটির সর্বনিম্ন দাম।

এরপর থেকে নিকেলের বাজার কিছুটা চাঙ্গা হতে শুরু করে। জুলাইয়ের প্রথম কার্যদিবসে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন নিকেল বিক্রি হয় ১২ হাজার ৫৫৫ ডলারে। আর সর্বশেষ কার্যদিবসে ব্যবহারিক ধাতুটির দাম বেড়ে ১৩ হাজার ডলারের মাইলফলক ছাড়িয়ে গেছে। আগামী দিনগুলোতে নিকেলের দাম বর্তমান সময়ের তুলনায় আরো বাড়তে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন