ব্রাজিলের উত্তোলন কমেছে ৬.৫%

বণিক বার্তা ডেস্ক

অপরিশোধিত জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণ প্রচেষ্টায় ওপেকের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্রাজিল। দেশটিতে জ্বালানি তেলের উত্তোলন ক্রমেই বাড়ছিল। তবে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর পরিস্থিতি পাল্টেছে। গত মে মাসে দেশটিতে পণ্যটির উত্তোলন দশমিক শতাংশ কমেছে। দেশটির জাতীয় জ্বালানি তেল রেগুলেটর এনএনপি সম্প্রতি তথ্য দিয়েছে। খবর রয়টার্স।

এএনপির তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে ব্রাজিলের কূপগুলো থেকে দৈনিক গড়ে ২৭ লাখ ৬৫ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে। চলতি বছরের এপ্রিলের তুলনায় যা দশমিক শতাংশ কম। তবে আগের বছরের একই সময়ের তুলনায় মে মাসে ব্রাজিলে পণ্যটির উত্তোলন বেড়েছে দশমিক শতাংশ।

জ্বালানি তেলের সঙ্গে সঙ্গে মে মাসে ব্রাজিলের প্রাকৃতিক গ্যাস উত্তোলনের মন্দা ভাব দেখা  দিয়েছে। সময় দেশটি দৈনিক গড়ে ১১ কোটি ৪০ লাখ ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উত্তোলন করেছে, আগের মাসের তুলনায় যা দশমিক শতাংশ কম। তবে আগের বছরের একই সময়ের তুলনায় জ্বালানি পণ্যটির উত্তোলন বেড়েছে শতাংশ।  

এএনপির তথ্য অনুযায়ী, গত বছর ব্রাজিল দৈনিক গড়ে ২৮ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করেছিল, ২০১৮ সালের তুলনায় যা ছিল দশমিক শতাংশ বেশি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন