পর্যাপ্ত শ্রমশক্তি থাকলেও দক্ষ শ্রমিকের অভাব প্রকট

শিক্ষা কারিকুলামের সংস্কার দাবি ডিসিসিআইয়ের

নিজস্ব প্রতিবেদক

দেশে শ্রমশক্তির কোনো ঘাটতি না থাকলেও রয়েছে দক্ষ শ্রমিকের অভাব অবস্থায় শিক্ষা কারিকুলামে প্রয়োজনীয় সংস্কার করা না হলে কভিড-১৯-পরবর্তী বাংলাদেশে শিল্প খাত বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে মনে করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) গতকাল ডিসিসিআই আয়োজিত কভিড-১৯-পরবর্তী বাংলাদেশের শিল্প খাতের প্রস্তুতি: বিনিয়োগ দক্ষতা বিষয়ক অনুষ্ঠিত ওয়েবিনারে শিল্প খাতে আগামীর সমস্যা-সম্ভাবনা তুলে ধরেন বক্তারা ওয়েবিনারে দেশের শিল্প খাত টিকিয়ে রাখতে খাতের চাহিদার পরিপ্রেক্ষিতে শিক্ষা কারিকুলাম যুগোপযোগী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এছাড়া বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক (প্রশিক্ষণ) . ইঞ্জি. মো. শাখাওয়াত আলী সংযুক্ত ছিলেন

স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ বলেন, কভিড-১৯ মহামারীর কারণে সারা বিশ্বেই অর্থনৈতিক কার্যক্রম বিপর্যস্ত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য অনুযায়ী, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি দশমিক শতাংশ হ্রাস পাবে ফলে আমাদের মতো দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা সময়ই বলে দেবে তবে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে প্রস্তুতি গ্রহণ না করা গেলে আগামীর পরিবর্তিত বিশ্বে প্রযোগিতায় টিকে থাকা দুরূহ হবে

তিনি আরো বলেন, বর্তমান অবস্থার কারণে ২০১৯-২০ অর্থবছরের ১১ মাসে এর আগের অর্থবছরের তুলনায় মোট রফতানি ১৮ শতাংশ হ্রাস পেয়েছে এছাড়া পুঁজিস্বল্পতা বাজার সংকোচনের কারণে রফতানিমুখী শিল্প, এসএমই খাত এবং ইনফরমাল খাতে ব্যাপক বেকারত্বের সৃষ্টি হয়েছে এদিকে দেশের মোট কর্মসংস্থানের ২০ শতাংশ শিল্প খাতকে ঘিরে, তবে পর্যাপ্ত শ্রমশক্তি থাকা সত্ত্বেও এখানে দক্ষ শ্রমিকের যথেষ্ট অভাব পরিলক্ষিত হচ্ছে অবস্থায় আগামীতে কল-কারখানা চালাতে দক্ষ জনবল গড়ে তুলতে হবে বলে মনে করেন তিনি

ডিসিসিআই সভাপতি তার বক্তব্যে বলেন, কভিড-১৯ মহামারীর সংকট উত্তরণ দক্ষ জনশক্তি সৃষ্টিতে শিক্ষা কারিকুলামের সংস্কার শিল্প খাতে চাহিদামাফিক শিক্ষা ব্যবস্থার যুগোপযোগীকরণের সময় এখনই আরো আগে করতে পারলে ভালো ছিল, তবে এখন সেটা অত্যাবশ্যকীয় বলে মনে করেন তিনি সময় তিনি চতুর্থ শিল্পবিপ্লব বিদেশী বিনিয়োগ সুবিধা কাজে লাগানোর জন্য স্থানীয় অবকাঠামো খাত উন্নয়নের পাশাপাশি দক্ষ শ্রমশক্তি সৃষ্টিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেয়ার কথা বলেন এছাড়া প্রবাস থেকে ফেরত আসা কর্মী এবং স্থানীয় শিল্প খাত থেকে কর্ম হারানো শ্রমিকদের শিল্প খাতে পুনরায় ফিরিয়ে আনার জন্য সহযোগিতা প্রদান এবং প্রণোদনা প্যাকেজ হতে এসএমই উদ্যোক্তাদের সহজে ঋণ প্রদান নিশ্চিত করার আহ্বান জানান তিনি

ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, কভিড-১৯-পরবর্তী সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের আন্তঃমন্ত্রণালয় সমন্বয় আরো বাড়ানো প্রয়োজন এরই মধ্যে সরকারি পলিটেকনিক্যালগুলোয় ভর্তি হওয়ার জন্য বিদ্যমান বয়সের যে প্রতিবন্ধকতা ছিল, তা তুলে দেয়া হয়েছে এর মাধ্যমে নতুন গ্র্যাজুয়েট এবং বিদেশ ফেরত কর্মীদের দক্ষতা উন্নয়ন করা সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি

শিক্ষা উপমন্ত্রী বলেন, দেশের বেসরকারি খাত বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিল্প খাতের সম্পর্ক আরো বাড়ানো দরকার এর মাধ্যমে শিল্প খাতের চাহিদামাফিক শিক্ষা কার্যক্রম চালু এবং দক্ষ জনশক্তি সৃষ্টি করা সম্ভব হবে এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত কলেজগুলোয় অধ্যয়নরত ২৮ লাখ শিক্ষার্থীকে শিল্প খাতে প্রয়োজনীয় কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে না পারায় নতুন গ্র্যাজুয়েটদের প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি বিদেশ থেকে ফেরত আসা কর্মীদেরও প্রশিক্ষণ দেয়া জরুরি বলে মনে করেন তিনি সময় তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে শ্রমিকের দক্ষতার অভাব পূরণে স্কিল ম্যাপিং নিয়ে কাজকে আরো বেগবান করার কথা বলেন

অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নয়নে সরকার দেশের বেসরকারি খাতের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী এছাড়া তিনি দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হওয়া গ্র্যাজুয়েটদের শিল্প খাত ব্যবস্থাপনার কাজে নিয়োজিত করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের ওপর জোরারোপ করার কথা বলেন

তিনি আরো বলেন, আমাদের শিল্প খাত চালানোর জন্য প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ না থাকায় প্রতিনিয়ত বিদেশীদের নিয়োগদানের জন্য বিডার পক্ষ হতে অনুমতি দিতে হয় আমরা অবস্থা থেকে উত্তরণ চাই এক্ষেত্রে আমাদের শিক্ষা কারিকুলামকে শিল্পমুখী যুগোপযোগী করার কোনো বিকল্প নেই বলেও মতামত দেন তিনি

কভিড-পরবর্তী সময়ে বেশকিছু প্রতিষ্ঠান তাদের কারখানা চীন হতে অন্যত্র স্থানান্তরের পরিকল্পনা করেছে এমতাবস্থায় সেসব প্রতিষ্ঠানের কারখানা বাংলাদেশে স্থানান্তরের লক্ষ্যে বিডা তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে উল্লেখ করে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, সার্বিকভাবে দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন করা সম্ভব না হলে আরো বেশি হারে দেশী-বিদেশী বিনিয়োগ আকর্ষণ করা কঠিন হবে

বিএমইটির পরিচালক (প্রশিক্ষণ) . ইঞ্জি. মো. শাখাওয়াত আলী বলেন, বিএমইটি ৭০টি প্রতিষ্ঠানের মাধ্যমে সারা দেশে প্রশিক্ষণ কার্যক্রম চালু রেখেছে ফেরত আসা দক্ষ প্রবাসীদের কাজের ধরনের ভিত্তিতে নির্দিষ্ট ডাটাবেজ করা হবে এসব প্রবাসীকে আর্থিক সহায়তার মাধ্যমে উদ্যোক্তা হওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ২০০ কোটি টাকার একটি পূর্ণ অর্থায়ন তহবিল গঠন করা হবে সেখান থেকে সর্বোচ্চ লাখ টাকা ঋণ সুবিধা পাবেন তারা এছাড়া প্রধানমন্ত্রী ঘোষিত ৫০০ কোটি টাকার প্যাকেজেও তাদের যুক্ত হওয়ার কথা আছে বলে উল্লেখ করেন তিনি

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বিজনেস ইন্টেলিজেন্স লিমিটেডের উদ্যোক্তা শাকিব কোরেশি তিনি বলেন, সম্প্রতি স্থানীয় শিল্প-কারখানার কাজের সুযোগ কমে যাওয়া বিদেশ হতে প্রবাসীদের দেশে ফেরত আসার কারণে আমাদের কর্মহীন মানুষের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অবস্থা উত্তরণে অনেকেই আত্মকর্মসংস্থানে ঝুঁকবে এজন্য আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া আবশ্যক

ওয়েবিনারে নির্ধারিত আলোচনায় বাংলাদেশ-ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং সেন্টার ফর লিডারশিপের হেড কোচ ইঞ্জিনিয়ার আকবর হাকিম, দ্য কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতিক--রাব্বানী, ডিসিসিআইয়ের সহসভাপতি মোহাম্মদ বাশিরউদ্দিন অংশগ্রহণ করেন

ওয়েবিনারে মুক্ত আলোচনায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) এমএ রাজ্জাক, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহীদুল আলম, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম, সাবেক ঊর্ধ্বতন সহসভাপতি আলহাজ আব্দুস সালাম, হুমায়ুন রশিদ, সাবেক সহসভাপতি খন্দকার শহীদুল ইসলাম, সাবেক পরিচালক খাইরুল মজিদ মাহমুদ, আলহাজ মো. শরফুদ্দিন মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন