ইন্টারন্যাশনাল ফ্লুটার হ্যাকাথনে রানার্সআপ হলো ডিআইইউ

গুগলের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ইন্টারন্যাশনাল ফ্লুটার মোবাইল অ্যাপস হ্যাকাথন-২০২০- রানার্সআপ শিরোপা অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের দল টিম টাইগার্সের প্রজেক্ট ডোনেট প্লাজমা বিজয়ী দলের সদস্যরা হলেন সানজিদ রহমান সৌরভ (টিম লিডার), শাহ ফাহাদ হোসেন (প্রেজেন্টেশন ডেভেলপার), জুবায়ের আলম (ইউএল আর্কিটেক্ট), আবু সুফিয়ান শিবলী (প্রোগ্রামার) নাদিয়া নাসরিন (ভয়েস অব দ্য প্রেজেন্টেশন)

ইন্টারন্যাশনাল ফ্লুটার হ্যাকাথন-২০২০ হচ্ছে বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গুগল আয়োজিত একটি আন্তর্জাতিক হ্যাকাথন যেখানে চ্যালেঞ্জটি ছিল ক্রস প্লাটফর্ম মোবাইল অ্যাপ্লিকেশন ফ্লুটার ব্যবহার করে ৪৮ ঘণ্টার মধ্যে একটি মোবাইল অ্যাপ তৈরি করা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৬৫০টি দল প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে গত বৃহস্পতিবার রাতে প্রকাশিত ফলাফলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দলটি রানারআপ হওয়ার গৌরব অর্জন করে

ডোনেট প্লাজমা হচ্ছে ফ্লুটার সমন্বয়ে তৈরি করা একটি ক্রস প্লাটফর্ম মোবাইল অ্যাপ, যা কভিড-১৯- আক্রান্ত রোগী এবং সদ্য কভিড-১৯ থেকে সুস্থ হওয়া প্লাজমা প্রদানে ইচ্ছুক রোগীর মধ্যে সংযোগের মাধ্যমে কার্যকর চিকিৎসা প্রদান করে বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন