শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা পৌঁছে যাবে রূপালী ব্যাংক শিওরক্যাশের মাধ্যমে

মোবাইল ফোনের ম্যাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের জন্য দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক রূপালী ব্যাংক লিমিটেড এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা উন্নয়ন বিভাগের যুগ্ম সচিব দিলীপ কুমার বণিক এবং রূপালী ব্যাংকের ডিএমডি খন্দকার আতাউর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন

সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফসিউল্লাহ, অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ, উপবৃত্তি প্রদান প্রকল্পের পরিচালক মো. ইউসুফ আলী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন মো. মিজানুর রহমান, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান ফিরোজ উদ্দিন, প্রগতি সিস্টেমসের সিইও . শাহাদাত উল্লাহ খান, রূপালী ব্যাংকের জিএম মো. শওকত আলী খানসহ অন্যরা উপস্থিত ছিলেন

উল্লেখ্য, রূপালী ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস রূপালী ব্যাংক শিওরক্যাশের মাধ্যমে ২০১৬ সাল থেকে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করে আসছে দেশে এটিই ধরনের সর্বপ্রথম ডিজিটাল উদ্যোগ চুক্তির ফলে প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে ২০১৯-২০ সালের অবশিষ্ট দুই কিস্তির প্রায় ৯০০ কোটি টাকা কিট অ্যালাউন্স বাবদ প্রায় হাজার ১০০ কোটি টাকা বিতরণ সম্ভব হবে বিজ্ঞপ্তি

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন