কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা —নাটোর এসপি

বণিক বার্তা প্রতিনিধি নাটোর

কোরবানির পশুবাহী কোনো যানবাহনে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা। গতকাল দুপুরে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলার সব হাটের ইজারাদার, গরু পালনকারী ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় কথা বলেন পুলিশ সুপার।

তিনি বলেন, করোনার মধ্যেই দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে নাটোর জেলার সব কোরবানি পশুর হাট বসাতে হাটের ইজারাদার ব্যবসায়ীদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া প্রতিটি কোরবানির হাটের প্রবেশদ্বারে হ্যান্ডস্যানিটাইজারের পাশাপাশি মাস্ক পরিধান নিশ্চিত থাকতে হবে।

পুলিশ সুপার বলেন, হাটের নির্দিষ্ট জায়গায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গিয়ে যদি সংকুলান না হয়, তাহলে পার্শ্ববর্তী জায়গায় হাট বসাতে হবে। এছাড়া হাটে একদিক দিয়ে কোরবানির পশু আসবে, অন্য দিক দিয়ে বের হওয়ার পথ রাখতে হবে।

মতবিনিময় সভায় বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাসের পরিচালনায় বক্তব্য দেন বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, তেবাড়িয়া হাটের ইজারাদার মোস্তারুল আলম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন