এসিবিএসপি বার্ষিক সম্মেলনে পুরস্কার অর্জন করল ইউআইইউ

এই প্রথম বাংলাদেশী বিশ্ববিদ্যালয় হিসেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) অ্যাক্রেডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুল অ্যান্ড প্রোগ্রামের (এসিবিএসপি) বার্ষিক সম্মেলনে ইন্টারন্যাশনাল বেস্ট অব রিজিয়নস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে সম্মেলনটি মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে সম্প্রতি ভার্চুয়াল কনফারেন্সে অনুষ্ঠিত হয়

এসিবিএসপি একটি আন্তর্জাতিক সংস্থা, যা ব্যবসায়িক স্কুল এবং প্রোগ্রামগুলোর পর্যালোচনা করে বিশ্বব্যাপী স্বীকৃতি দেয়

সম্মেলনে . খন্দকার মাহমুদুর রহমান এবং সহ-লেখক হিসেবে বেহরোজ জলিল এবং আদেল মোশতাক আহমেদ টিচিং জেনারেশন জেড: অ্যাডাপ্টিং টিচিং-লার্নিং স্টাইল টু ফেস ইমার্জিং এডুকেশনাল চ্যালেঞ্জ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন অর্জন ছাড়াও ইউআইইউ ২০১৯ সালে ১০ বছরের জন্য কোনো নোট এবং শর্ত ছাড়াই এসিবিএসপি অনুমোদন অর্জন করে বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন