করোনায় মৃত্যুর সংখ্যা ২ হাজার ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনা সংক্রমণ শনাক্ত মৃত্যুর তালিকা ক্রমেই দীর্ঘায়িত হয়ে চলেছে। এরই মধ্যে সংক্রমণ শনাক্তের সংখ্যা লাখ ৫৬ হাজার অতিক্রম করে গিয়েছে। মৃতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে দুই হাজারের কাছাকাছি। গত কয়েকদিন দেশে নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা যে গতিতে বেড়েছে, সেই গতি অব্যাহত থাকলে আজই তা দুই হাজার অতিক্রম করে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নভেল করোনাভাইরাসের নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে হাজার ১১৪ জনের। সময় মৃত্যু হয়েছে আরো ৪২ জনের।

দুই সপ্তাহ ধরে প্রতিদিনই দেশে ৩০-এর বেশিসংখ্যক মানুষের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। গতকালের ৪২ জন নিয়ে দেশে নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে হাজার ৯৬৮-তে। ধারাবাহিকতা অব্যাহত থাকলে মৃত্যুসংখ্যা দুই হাজার পেরিয়ে যাওয়ার জোর আশঙ্কা রয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা নিয়মিত অনলাইন বুলেটিনে জানান, গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত ৪২ জনের মধ্যে পুরুষ নারী রয়েছেন যথাক্রমে ৩২ ১০ জন। তাদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে বাড়িতে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন ৩১ জন।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৮১-৯০ বছর বয়সসীমার মধ্যে রয়েছেন তিনজন। এছাড়া ৭১-৮০ বছর বয়সসীমার মধ্যে সাতজন, ৬১-৭০ বছরের মধ্যে ১১, ৫১-৬০ বছরের মধ্যে ১১, ৪১-৫০ বছরের মধ্যে পাঁচ, ৩১-৪০ বছরের মধ্যে এক, ২১-৩০ বছরের মধ্যে এক ১১-২০ বছর বয়সসীমার মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

মৃত ৪২ জনের মধ্যে ১৮ জন ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম বিভাগের ১০, খুলনার তিন, রাজশাহীর তিন, রংপুরের চার, সিলেটের তিন বরিশাল বিভাগের একজনের নভেল করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে।

দেশে পর্যন্ত কভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের মধ্যে ৮৫৫ জনই ছিলেন ষাটোর্ধ্ব বয়সের।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন