করোনার প্রকোপে ব্রাজিলে বাড়ছে বেকারত্ব

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসের সংক্রমণের প্রভাবে চলতি বছরের মার্চ-মে প্রান্তিকে ব্রাজিলে বেকারত্বের হার বেড়েছে প্রায় ১৩ শতাংশ সময়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে চাকরি হারিয়েছে রেকর্ড ৭৮ লাখ মানুষ ব্রাজিলিয়ান ইনস্টিটিউট অব জিওগ্রাফি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইবিজিই) জানিয়েছে, ডিসেম্বর-ফেব্রুয়ারি প্রান্তিকের চেয়ে বেকারত্ব বেড়েছে দশমিক শতাংশীয় পয়েন্ট ব্রাজিলের পাশাপাশি বেকারত্ব বৃদ্ধি পেয়েছে অঞ্চলের চিলি কলম্বিয়ায়ও খবর এএফপি

আইজিবিই বলছে, ২০১২ সালের পর ব্রাজিলে এত বেশি চাকরিচ্যুতির ঘটনা ঘটেনি সংস্থাটির বিশ্লেষক আদ্রিয়ানা বেরিনগাই বলেন, বেকারত্ব বৃদ্ধির ঘটনা একেবারেই অভূতপূর্ব এর ফলে প্রধানত ক্ষতিগ্রস্ত হয়েছে অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মীরা মূলত চাকরি হারানো ৭৮ লাখের মধ্যে ৫৮ লাখই অপ্রাতিষ্ঠানিক খাতের আর খাতে কাজ করছে দেশটির মোট কর্মীর ৩৭ দশমিক শতাংশ অবস্থায় অপ্রাতিষ্ঠানিক কর্মী ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য এপ্রিলে চালু করা সহায়তা প্যাকেজের (প্রতি মাসে ১১১ ডলার) মেয়াদ বৃদ্ধির বিষয়ে ভাবছে ব্রাজিল সরকার এছাড়া ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে গৃহীত লকডাউনের কারণে ব্রাজিলের বিভিন্ন প্রদেশে কাজ হারিয়েছে ১২ লাখ গৃহকর্মী ধরনের খাতে কর্মরত দেশটির প্রায় ৫০ লাখ মানুষ

এদিকে মার্চ এপ্রিলে লাতিন আমেরিকার বৃহত্তম দেশটির অর্থনৈতিক পতন হয়েছে ২৫ শতাংশের বেশি আন্তর্জাতিক মুদ্রা তবহিল (আইএমএফ) বলছে, ২০২০ সালে ব্রাজিলের অর্থনৈতিক সংকোচন শতাংশ ছাড়িয়ে যেতে পারে উল্লেখ্য, ব্রাজিলে এখন পর্যন্ত ১৩ লাখের বেশি মানুষ কভিড-১৯ আক্রান্ত হয়েছে মারা গেছে ৫৮ হাজারেরও বেশি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন