জুনে ভারতে স্বর্ণ আমদানি কমেছে ৮৬%

বণিক বার্তা ডেস্ক

করোনা মহামারীকালে ভারতের স্বর্ণ শিল্প ভীষণ রকমের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে টানা লকডাউনে অর্থনৈতিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে কমেছে মানুষের আয় স্বাভাবিকভাবেই সংকটকালে ভারতীয়রা স্বর্ণ কেনা কমিয়ে দিয়েছে ফলে চাহিদা কমে গিয়ে দেশটিতে মূল্যবান ধাতুটির আমদানিতে রেকর্ড পতন ঘটেছে চলতি বছরের জুনে ভারতে স্বর্ণ আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৮৬ শতাংশ কমে গেছে খবর বিজনেস স্ট্যান্ডার্ড

ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণের ভোক্তা দেশ অভ্যন্তরীণ চাহিদার সিংহভাগ আমদানি করা স্বর্ণ দিয়ে পূরণ করা হয় দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জুনে ভারতের বাজারে সব মিলিয়ে ৭৭ দশমিক ৭৩ টন স্বর্ণ আমদানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮৬ শতাংশ কম

২০১৯ সালের জুনে ভারতীয় আমদানিকারকদের স্বর্ণ আমদানিতে সব মিলিয়ে ২৭০ কোটি ডলার ব্যয় হয়েছিল চলতি বছরের একই মাসে মূল্যবান ধাতুটি আমদানিতে ভারতীয় আমদানিকারকদের সাকল্যে ৬০ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার ব্যয় হয়েছে অথচ আন্তর্জাতিক বাজারে আগের বছরের একই সময়ের তুলনায় গত জুনে স্বর্ণের দাম বেশি ছিল

করোনা সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়া অর্থনৈতিক শ্লথতার জের ধরে চলতি বছরের পুরোটাজুড়ে ভারতে স্বর্ণের চাহিদায় পতন বজায় থাকতে পারে বিষয়ে অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি কাউন্সিলের চেয়ারম্যান এন অনন্ত পদ্মনবন জানান, গত বছর ভারতে স্বর্ণের অভ্যন্তরীণ চাহিদা ছিল ৬৯০ দশমিক টন চলতি বছর শেষে তা ৩৫০-৪০০ টনে নেমে আসার সম্ভাবনা রয়েছে ১৯৯১ সালের পর ভারতে স্বর্ণের চাহিদা আর কখনই এতটা কমেনি

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আরো বলেন, ইতিহাসের নজিরবিহীন সংকটে পড়েছে ভারতের স্বর্ণ শিল্প মূল্যবান ধাতুটির চাহিদায় আগে কখনই এত বড় ধস নামেনি লকডাউনে সাধারণ মানুষের হাতে কাজ নেই আয় কমতে শুরু করেছে তারা এখন নিত্যপণ্য কেনা নিয়েই চিন্তিত কেউ স্বর্ণ কিনছে না

ভারতে ধর্মীয় সামাজিক উৎসবে উপহার হিসেবে প্রচুর স্বর্ণ বেচাকেনা হয় করোনা মহামারীতে এসব উৎসব আয়োজন পুরোপুরি বন্ধ রয়েছে ফলে কমতির দিকে মূল্যবান ধাতুটির চাহিদা বছর শেষে স্বর্ণের অভ্যন্তরীণ চাহিদায় বড় ধসের পেছনে এটিও একটি কারণ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন