ইউল্যাবের সামার ওরিয়েন্টেশন অনলাইনে অনুষ্ঠিত

কভিড-১৯-এর মহামারী পরিস্থিতিতে বাংলাদেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) শিক্ষার্থীদের সহযোগিতায় তাদের শিক্ষা কার্যক্রম চলমান রাখার দুর্বার চেষ্টা চালিয়ে যাচ্ছে এরই ধারাবাহিকতায় ইউল্যাবের সামার ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনলাইন প্লাটফরম জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে গত বুধবার অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, আপনারা খুব সৌভাগ্যবান যে ইউল্যাবের মতো রকম একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারছেন, যে বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ডস ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট (ডব্লিউইউআরআই) র্যাংকিংয়ে ২০২০- ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন ক্যাটাগরির আওতায় বিশ্বের শীর্ষ ৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে জায়গা করে নিয়েছে

ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট কাজী আনিস আহমেদ, সদস্য আমিনা আহমেদ, ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা, ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) ফয়জুল ইসলামসহ সব বিভাগীয় প্রধান, শিক্ষার্থী শিক্ষক-কর্মকর্তারা অনলাইন অনুষ্ঠানে যোগ দেন বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন