শেষ দুই সপ্তাহে সংক্রমণ শনাক্ত ৫০ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য অধিদপ্তর দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের সংখ্যা লাখ অতিক্রমের ঘোষণা দিয়েছিল ১৮ জুন। অন্যদিকে অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, দেশে গতকাল পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত মোট রোগী শনাক্ত হয়েছে লাখ ৫৩ হাজারের বেশি। অর্থাৎ মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দেশে কভিড-১৯- আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৫০ হাজারেরও বেশি।

দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা আসে মার্চ। এরপর মোট শনাক্তকৃতের সংখ্যা ৫০ হাজার পেরোয় জুন। সময় নিয়েছে ৮৭ দিন। পরের ৫০ হাজার শনাক্তে সময় নেয় মাত্র ১৬ দিন। প্রথম শনাক্তের ১০৩ দিনের মাথায় গত ১৮ জুন দেশে মোট সংক্রমণ শনাক্তের সংখ্যা লাখ পেরিয়ে যায়। এর পরবর্তী ৫০ হাজার শনাক্তে বা মোট সংখ্যা দেড় লাখ অতিক্রম করতে সময় লেগেছে মাত্র ১৪ দিন বা দুই সপ্তাহ।

শুরুর দিকে শনাক্তকৃত রোগীর সংখ্যা কম থাকলেও সামাজিক সংক্রমণ গতিশীল হয়ে ওঠার পাশাপাশি নমুনা পরীক্ষা বাড়ানোর কারণে পরের দিকে তা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। এদিকে সংক্রমণ শনাক্তের মোট সংখ্যা দেড় লাখ অতিক্রমের দিনে দৈনিক শনাক্তের সংখ্যায় গতকাল আবারো পুরনো রেকর্ড ভেঙে ফেলেছে বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা গতকাল এক নিয়মিত অনলাইন বুলেটিনে জানান, দেশে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে হাজার ১৯ জন। মোট ১৮ হাজার ৩৬২টি নমুনা পরীক্ষার মাধ্যমে তাদের শনাক্ত করা হয়। নিয়ে দেশে শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল লাখ ৫৩ হাজার ২৭৭ জনে। 

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন আরো ৩৮ জন। নিয়ে দেশে মৃত কভিড-১৯ রোগীর মোট সংখ্যা দাঁড়াল হাজার ৯২৬-এ।

বুলেটিনে আরো জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ১০ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ। এছাড়া মোট শনাক্তের বিপরীতে মৃত্যুর হার দাঁড়িয়েছে দশমিক ২৬ শতাংশে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন