শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

শুদ্ধাচার পুরস্কার ২০১৯-২০২০ এর জন্য সিনিয়র সচিব/সচিবদের মধ্যে থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে নির্বাচিত করা হয়েছে।

এনবিআরের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মু’মেন আজ বৃহস্পতিবার (২ জুলাই) বণিক বার্তাকে এ তথ্য জানিয়েছেন।

চলতি বছরের শুরুর দিকে দুই বছরের চুক্তিতে এনবিআরে যোগদান করেন আবু হেনা মো. রহমাতুল মুনিম। এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে চলতি বছরের ৬ জানুয়ারি থেকে এনবিআর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

২০১৮ সালের ১১ এপ্রিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হন মুনিম। এর আগে তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানের (সচিব) দায়িত্বে ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্বে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নেয়া মুনিম নর্দার্ন ইউনিভার্সিটি থেকে এমবিএ (ফিনান্স) ডিগ্রি নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং বিভাগীয় কমিশনার হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেন তিনি।

এ ছাড়া জনপ্রশাসন, স্বরাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন