মিয়ানমারে পাথর খনিতে ধসে কমপক্ষে ৫০ জনের মৃত্যু

বণিক বার্তা অনলাইন

মিয়ানমারে জেড পাথরের খনিতে ভয়াবহ ধস নেমে কমপক্ষে ৫০ শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

খবরে বলা হয়েছে, আশঙ্কা করা হচ্ছে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশের হাকান্ত এলাকার ওই খনি ধসে পড়ার ঘটনায় আরো অনেকেই মাটি চাপা পড়ে থাকতে পারেন। এরই মধ্যে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে দেশটির দমকল বাহিনী।

দমকল বাহিনীর ফেসবুক পোস্টে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে ওই খনিটি ধসে পড়েছে। এখন পর্যন্ত ৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলমান।

জেড হচ্ছে সবুজ রঙের প্রায়-স্বচ্ছ একটি পাথর। বিশ্বের সবচেয়ে ভালো জেড পাথর পাওয়া যায় মিয়ানমারেই। মিয়ানমারের মোট জিডিপির অর্ধেকই আসে এই জেড শিল্প থেকে। জেড পাথরের সবচেয়ে বড় বাজার পার্শ্ববর্তী দেশ চীন, যেখানে এটিকে ‘স্বর্গের পাথর’ হিসেবে আখ্যায়িত করা হয়।

প্রসঙ্গত, জেড পাথরের খনিগুলোতে প্রায়শই দুর্ঘটনা ঘটে। খনিগুলোর অবকাঠামো অত্যন্ত নিম্নমানের বলে একাধিকবার অভিযোগও ওঠে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন