সততা ও নিষ্ঠার প্রতীক

ড. ফখরুদ্দীন আহমদ

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আল্লাহ মালিক কাজেমীর হঠাৎ প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তিন বছরেরও বেশি সময় খুব কাছ থেকে তার সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে আমার এবং সে সময়টা আমি ভীষণ উপভোগও করেছি। তিনি এমনই একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি শুধু আর্থিক খাতের বিষয়গুলো সম্পর্কে গভীর ধারণা জ্ঞান রাখতেন না, একই সঙ্গে সততা নিষ্ঠার প্রতীক ছিলেন। অনেক ক্ষেত্রে আমি তার পরামর্শ গ্রহণ করেছি। বিভিন্ন সময় এমনও হয়েছে যে ডেপুটি গভর্নরের দায়িত্বপ্রাপ্ত ইস্যুগুলোর বাইরেও বিভিন্ন বিষয়ে আমাকে তিনি শোভন, আন্তরিক সৎ পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। আর্থিক খাতের সংস্কারসাধন এবং বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন আনার কাজগুলোয় তিনি আমাকে সম্পূর্ণ সমর্থন দিয়েছেন। আমি সন্তুষ্ট যে তিনি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ছিলেন, প্রতিষ্ঠানটিকে তিনি ভালোবাসতেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার অনুভূতি অটুট ছিল। আমি মনে করি, বাংলাদেশ ব্যাংক আল্লাহ মালিক কাজেমীর অভাব গভীরভাবে অনুভব করবে। তার আত্মার শান্তি কামনা করছি।

তার পরিবার বাংলাদেশ ব্যাংকের সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা এবং আল্লাহ মালিক কাজেমীর প্রতি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

 . ফখরুদ্দীন আহমদ: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন