আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৩% নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ২০১৯ সালের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে গত রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত পরিচালক পর্ষদের ৩৪৮তম সভায় লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়

ব্যাংকের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী সেপ্টেম্বর ২৫তম বার্ষিক ভার্চুয়াল সাধারণ সভার (এজিএম) তারিখ এবং ৩০ জুলাই ২০২০ রেকর্ড ডেট নির্ধারণ করা হয় এজিএমের অনুমোদনসাপেক্ষে ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত বছরের জন্য ওই ডিভিডেন্ড বা লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়

ভার্চুয়াল সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ মো. আব্দুস সালাম, সদস্য আলহাজ হাফেজ মো. এনায়েত উল্যা, আলহাজ সেলিম রহমান, আলহাজ মো. লিয়াকত আলী চৌধুরী, মো. আমির উদ্দিন পিপিএম, আলহাজ নাজমুল আহসান খালেদ, আলহাজ আব্দুল মালেক মোল্লা, আলহাজ মো. হারুন-অর-রশিদ খান, আলহাজ মো. আনোয়ার হোসেন, আলহাজ বদিউর রহমান, আলহাজ ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহাজ আহামেদুল হক, আলহাজ আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, আলহাজ নিয়াজ আহমেদ, আলহাজ মোহাম্মদ এমাদুর রহমান, আলহাজ বাদশাহ মিয়া, আলহাজ মোহাম্মদ হারুন, এম কামালউদ্দিন চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফরমান আর চৌধুরী অংশগ্রহণ করেন

সময় ব্যাংকের কোম্পানি সচিব সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহ্মুদুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন