মোহাম্মদ আলী পূবালী ব্যাংকের নতুন এএমডি

পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ সম্প্রতি    মোহাম্মদ আলীকে পূবালী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) চিফ অপারেটিং অফিসার হিসেবে পদোন্নতি দিয়েছে পদোন্নতির আগে তিনি একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন

২০০৮ সালে মহাব্যবস্থাপক চিফ টেকনিক্যাল অফিসার পদে পূবালী ব্যাংকে যোগদান করেন মোহাম্মদ আলী তিনি পূবালী ব্যাংকে    তথ্যপ্রযুক্তি, কার্ড, শাখা পরিচালন, বিজনেস ডেভেলপমেন্ট, মার্কেটিং, গবেষণা, ট্রেজারি (ফ্রন্ট অফিস), আন্তর্জাতিক, কনজিউমার্স ক্রেডিট, লিজ, ঝুঁকি ব্যবস্থাপনা, করপোরেট অ্যাফেয়ার্স ইত্যাদি ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন বর্তমানে তিনি ক্যামেলকো এবং সিআরও হিসেবেও দায়িত্ব পালন করছেন তার নেতৃত্বে পূবালী ব্যাংক নিজস্ব জনবলের সহায়তায় কোর ব্যাংকিং সফটওয়্যার প্রস্তুত করে বেসরকারি খাতে সর্ববৃহৎ অনলাইন ব্যাংকিং সেবা প্রদান করে আসছে

তিনি রংপুর ক্যাডেট কলেজ থেকে এইচএসসিতে সম্মিলিত মেধা তালিকায় দশম স্থান অধিকার করেন পরবর্তীতে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক স্নাতকোত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ, আইবিএ থেকে এক্সিকিউটিভ এমবিএ (মার্কেটিং) এবং  আহসানউল্লাহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এইউএসটি) থেকে এমবিএ (ফিন্যান্স) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে ডিনস অ্যাওয়ার্ড পান এছাড়া পেশাগত কারণে বিভিন্ন সময় তিনি দেশে-বিদেশে প্রশিক্ষণ, সেমিনার কনফারেন্সে অংশগ্রহণ করেছেনবিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন