শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার

শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে চলতি মাস থেকে নিয়োগ পেয়েছেন এরিক এম ওয়াকার তিনি শেভরনের ঢাকা অফিসে বসবেন এরিক নিল মিনগাসের স্থলাভিষিক্ত হয়েছেন নিল কোম্পানির আমেরিকা অফিসে নতুন পদে যোগদান করবেন

শেভরন বাংলাদেশে যোগদানের আগে এরিক ইউরোপ, ইউরোশিয়া মধ্যপ্রাচ্যের রিজার্ভার ম্যানেজমেন্টের জেনারেল ম্যানেজার ছিলেন পদে দায়িত্ব পালনের জন্য তিনি শেভরনের লন্ডন অফিসে বসতেন এবং কাজাখস্তান, আজারবাইজান, ইউরোপ ইরাকের অ্যাসেট ডেভেলপমেন্ট বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন লন্ডনে যাওয়ার আগে তিনি আজারবাইজানের কান্ট্রি ম্যানেজার ছিলেন এবং বাকুতে অফিস করতেন

১৯৮৭ সালে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার হিসেবে এরিক শেভরনে ক্যারিয়ার শুরু করেন এবং আমেরিকা, ব্রাজিল, নেদারল্যান্ডস, আজারবাইজান যুক্তরাজ্যে বিভিন্ন টেকনিক্যাল ব্যবস্থাপনায় দায়িত্বপূর্ণ পদে কাজ করেন বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন