ভিয়েতনামের কফি রফতানি বেড়েছে ৩.৭%

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব পাশ কাটিয়ে ভিয়েতনামের কফি রফতানিতে চাঙ্গা ভাব বজায় রয়েছে চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) দেশটি থেকে পানীয় পণ্যটির রফতানি বেড়েছে দশমিক শতাংশ দেশটির সরকারি সূত্র সম্প্রতি তথ্য নিশ্চিত করেছে খবর রয়টার্স

ভিয়েতনামের জেনারেল স্ট্যাটিস্টিকস অফিসের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে ভিয়েতনাম থেকে সব মিলিয়ে লাখ ৫৫ হাজার টন বা কোটি ৫৯ লাখ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি রফতানি হয়েছে, আগের বছরের একই সময়ের তুলনায় যা দশমিক শতাংশ বেশি

রফতানি বৃদ্ধির জেরে খাতটি থেকে দেশটির আয়ও বেড়েছে তথ্য মতে, সময় পানীয় পণ্যটির রফতানি বাবদ দেশটি মোট ১৬১ কোটি ডলার আয় করেছে, আগের বছরের একই সময়ের আয়ের তুলনায় যা দশমিক শতাংশ বেশি এর মধ্যে জুনে দেশটি লাখ ৪০ হাজার টন কফি রফতানি করেছে আয় হয়েছে ২৩ কোটি ৭০ লাখ ডলার

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন