কভিড-১৯

পুলিশ ও আনসারে আক্রান্ত ১১ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক

পুলিশ আনসার বাহিনীর ১১ হাজার ৪৬০ জন সদস্য নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। গতকাল পুলিশ আনসার বাহিনীর সদর দপ্তর সূত্র তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে পুলিশের ১৭৯ জন সদস্য নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিয়ে পুলিশের মোট ১০ হাজার ৭৬৪ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য হাজার ২৮৪ জন। আক্রান্তদের মধ্যে পর্যন্ত হাজার ৪৩৮ জন সদস্য করোনা থেকে সুস্থ হয়েছেন। এছাড়া গতকাল পর্যন্ত মোট হাজার ৪৯৮ জন করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি ছিলেন। আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টিনে রয়েছেন ১১ হাজার ৩৯৫ জন পুলিশ কর্মকর্তা। আর করোনায় পর্যন্ত পুলিশের ৪২ সদস্য মৃত্যুবরণ করেছেন।

আনসার ভিডিপি সদর দপ্তর সূত্র জানায়, গতকাল পর্যন্ত ৬৯৬ জন আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তাসহ ৩৮০ জন সদস্য এরই মধ্যে সুস্থ হয়েছেন। সার্বিক সুস্থতার হার ৫৫ শতাংশ। এছাড়া ১৬৬ জন সদস্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কোয়ারেন্টিনে আছেন ১৪৭ জন সদস্য। আর করোনায় প্রাণ হারিয়েছেন আনসারের তিন সদস্য।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন