করোনার মধ্যে ঢাকা ওয়াসার পানি সরবরাহের প্রশংসায় এডিবি

বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে রাজধানীতে ২৪ ঘণ্টা পানি সরবরাহ করায় ঢাকা ওয়াসার ভূয়সী প্রশংসা করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) গত সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এডিবি হেড কোয়ার্টার থেকে আয়োজিতএক্সপেরিয়েন্স শেয়ারিং অব কভিড-১৯ ইম্পেক্ট বাই ঢাকা ওয়াসাশীর্ষক এক অনলাইন কর্মশালায় অলোচকরা প্রশংসা করেন।

উল্লেখ্য, করোনা সংকটে ঢাকা ওয়াসা নির্বিঘ্নে পানি সরবরাহ করার সফলতার অভিজ্ঞতা শেয়ারের লক্ষ্যে কর্মশালার আয়োজন করে এডিবি। কর্মশালায় এডিবির পানি বিশেষজ্ঞ এবং বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, শ্রীলংকা, ভারত, নেপাল, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের ১৬০ জন প্রতিনিধি অনলাইন কর্মশালায় অংশগ্রহণ করেন।

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, পানির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় প্রয়োজনীয়, পানি সরবরাহ করা ঢাকা ওয়াসাসহ পানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছে একটি বড় চ্যালেঞ্জ হওয়া সত্ত্বেও যথেষ্ট দক্ষতার সঙ্গে তারা তা মোকাবেলা করছে।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম খান কর্মশালায় ঢাকা ওয়াসা কভিড-১৯-এর সংকটময় পরিস্থিতিতে পানি সরবরাহ অভিজ্ঞতা শেয়ার করে মূল বক্তব্য উপস্থাপন করেন।

এডিবির আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়াটার ডিভিশন সাউথ এশিয়ার ডিরেক্টর নোরিও সাইতো করোনা প্রাদুর্ভাবের সংকটের সময় ঢাকা ওয়াসার পানি সরবরাহের অভিজ্ঞতা দক্ষিণ এশিয়ায়রোল মডেলহিসেবে উল্লেখ করেন।

এর আগেও এডিবি ঢাকা ওয়াসার সার্বিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় ঢাকা ওয়াসাকে দক্ষিণ-পূর্ব এশিয়ারবেস্ট ওয়াটার ইউটিলিটি হিসেবে ঘোষণা করে।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন