বাক্কোর উদ্যোগে অনলাইন বিপিও ইভেন্টস অনুষ্ঠিত

প্রথমবারে মতো অনলাইন প্লাটফর্মেঅনলাইন বিপিও ইভেন্টস ২০২০শীর্ষক ক্যারিয়ার কাউন্সেলিং সেশনের আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) নভেল করোনাভাইরাসের প্রভাবে চাকরির বাজারের অস্থিরতা থেকে পরিত্রাণ পেতে বিপিও শিল্পের সম্ভাবনাগুলো তরুণদের মাঝে তুলে ধরতেই আইসিটি অধিদপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেশনের প্রথম অংশে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানের পরবর্তী অংশে ছিলবিপিও- দ্য কেরিয়ার ফর দ্য টোয়েন্টিফার্স্ট সেঞ্চুরিশীর্ষক সেমিনার। এতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, মোবাইল গেম অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্প পরিচালক মো. নুরুজ্জামান, উদ্ভাবন উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প পরিচালক সৈয়দ মজিবুল হক, তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. রেজাউল মাকছুদ জাহেদী, এলইডিপি প্রকল্প পরিচালক মো. আখতার মামুন এবং এলআইসিটি প্রকল্পের পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ। এছাড়া সবশেষে আয়োজন করা হয় ক্যারিয়ার কাউন্সেলিং সেশন।

বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফের সভাপতিত্বে পুরো আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক এবিএম আরশাদ হোসেন।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন