খুলনায় পাটকল শ্রমিকদের কর্মসূচি স্থগিত

বণিক বার্তা প্রতিনিধি খুলনা

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে খুলনায় শ্রমিকদের চলমান আন্দোলন কর্মসূচি গতকাল রাত ৭টা ৫০ মিনিটে স্থগিত ঘোষণা করা হয়েছে এর পরই রাত ৮টা থেকে শ্রমিকরা নিজ নিজ মিলে কাজে যোগদান করেন এর মধ্য দিয়ে মিলগুলোয় শুরু হচ্ছে উৎপাদন

বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক সরদার আব্দুল হামিদ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন, গতকাল বেলা ২টা থেকে প্রতিটি পাটকলে শ্রমিকরা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন শুরু করেন, যা আজ বুধবার বেলা ২টা পর্যন্ত চলার কথা ছিল কিন্তু মঙ্গলবার বিকালে এনএসআই ঢাকার কর্মকর্তারা খুলনায় আসেন এবং পাটকল নেতাদের সঙ্গে বৈঠক করেন বৈঠকে তারা কর্মসূচি স্থগিত করার আহ্বান জানান এর আগে গত সোমবার ঢাকায় শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে বৈঠকেও তিনি শ্রমিকদের কর্মসূচি স্থগিত করার আহ্বান জানান কিন্তু শ্রমিকরা কর্মসূচি চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেন অবস্থায় মিল বন্ধের বিষয়ে গতকাল পর্যন্ত সরকারিভাবে নতুন কোনো ঘোষণা না আসায় রাত পৌনে ৮টা থেকে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সরকারিভাবে মিল বন্ধের বিষয়ে আগামীতে কোনো প্রকার ঘোষণা হলে শ্রমিকরাও রাজপথের আন্দোলনে প্রয়োজনে আত্মাহুতির কর্মসূচি পালনের মাধ্যমে প্রাণের প্রতিষ্ঠান পাটকল রক্ষা করবে

প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন বলেন, এনএসআই ঢাকার টিমের সঙ্গে খুলনায় মঙ্গলবার বৈঠকের পর রাতে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এর পরই শ্রমিকরা কাজে যোগদান করেন মিল রক্ষার স্বার্থে শ্রমিকরা আগামীতে প্রয়োজন হলে আরো কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামতে প্রস্তুত রয়েছেন

প্লাটিনাম জুট মিলের শ্রমিক নেতা খলিলুর রহমান বলেন, শ্রমিকরা আন্দোলনের মাধ্যমেই তাদের দাবি-দাওয়া আদায়ে অভ্যস্ত হয়ে গেছেন আন্দোলন ছাড়া শ্রমিকদের অধিকার বাস্তবায়ন হয়নি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন