বেসামরিক শাসনের দাবিতে সুদানে হাজারো মানুষের বিক্ষোভ

বণিক বার্তা ডেস্ক

বেসামরিক শাসনের দাবিতে হাজারো সুদানি গতকাল রাস্তায় নেমে বিক্ষোভ করেছে মঙ্গলবার সেনাবাহিনীর সঙ্গে বেসামরিক রাজনীতিবিদদের ক্ষমতা বণ্টনের এক বছর পূর্তি উপলক্ষে হাজারো মানুষ খার্তুমের রাস্তায় নেমেছিল খবর আনাদোলু

বিক্ষোভকারীরা হাতে ব্যানার ঝুলিয়ে বিভিন্ন দাবি-দাওয়া জানায় এগুলোর মধ্যে রয়েছে নিরাপত্তা বাহিনীর সংস্কার, অন্তর্বর্তীকালীন সংসদ প্রতিষ্ঠা এবং বর্তমান সামরিক গভর্নরের স্থলে বেসামরিক গভর্নর নিয়োগ করা

গত বছর খার্তুমে সেনা সদর দপ্তরের সামনে অবস্থান কর্মসূচিতে সেনা অভিযানের তদন্তের ফলাফল প্রকাশেরও দাবি জানান তারা ওই অভিযানে বেশ কয়েকজন সুদানি নাগরিক নিহত হয়েছিল

বিপ্লবের লক্ষ্য উদ্দেশ্যগুলো পূরণের জন্য ৩০ জুন বিক্ষোভ ডেকেছিল গণতন্ত্রপন্থী কর্মীরা গত বছর তীব্র গণআন্দোলনের মুখে সরে দাঁড়াতে বাধ্য হন সুদানের দীর্ঘ কয়েক দশকের স্বৈরশাসক ওমর আল-বশীর

গতকালের র্যালিকে সামনে রেখে খার্তুমে সেনা সদর দপ্তরমুখী সব সেতু সড়ক বন্ধ করে দেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন