মুডি’সের মূল্যায়ন

আবারো বিএ৩ রেটিং অর্জন করল ব্র্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

আবারো বিএ৩ রেটিং অর্জন করেছে ব্র্যাক ব্যাংক টানা চতুর্থবারের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রেটিং এজেন্সি মুডিসের ইনভেস্টর সার্ভিসের সর্বোচ্চ ক্রেডিট রেটিং অর্জন করল বেসরকারি ব্যাংকটি মুডি ইনভেস্টর সার্ভিসের এটিই কোনো বাংলাদেশী ব্যাংকের পক্ষে সর্বোচ্চ রেটিং গতকাল ব্যাংকটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে

মুডি তাদের মূল্যায়নে বলছে, অন্য ব্যাংকগুলোর তুলনায় ব্র্যাক ব্যাংকের শক্ত অবস্থানের পেছনে রয়েছে এর মজবুত অ্যাসেট কোয়ালিটি, লাভজনকতা এবং বলিষ্ঠ মূলধন, স্থিতিশীল তহবিল প্রোফাইল তারল্য সেই সঙ্গে এটির উচ্চ উৎপাদনশীল ক্ষুদ্র মাঝারি শিল্পে (এসএমই) পোর্টফোলিও স্থানীয় মার্কেটে ব্যাংকটিকে শক্ত অবস্থানে নিয়ে গেছে

রেটিং এজেন্সিটি তাদের বিবৃতিতে আরো বলেছে, একটি স্থিতিশীল তহবিল এবং তারল্যের ওপর ভিত্তি করেই ব্র্যাক ব্যাংকের ঋণ শক্তিমত্তা নির্মিত ব্যাংকটির সুখ্যাতি এবং বিশাল আকারের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের পাশাপাশি এর শক্তিশালী মূলধন বেস দ্বারা সমর্থিত; যা মুডিসের রেটিংয়ের আওতায় থাকা বাংলাদেশী ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ

বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ব্র্যাক ব্যাংকের ব্যবসায়িক মডেল সুশাসন, স্বচ্ছতা এবং মানভিত্তিক ব্যাংকিংয়ের একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে পরিচালিত হয় ব্র্যাক ব্যাংকের শক্তিশালী অর্থায়নের মূলে রয়েছে এর আমানত, যা ২০১৯ সালে ব্যাংকের মোট দায়বদ্ধতার ৮১ শতাংশ ছিল

তিনি আরো বলেন, আমাদের সব গ্রাহক সবসময়ই আমাদের প্রতি তাদের অবিচল আস্থা দেখিয়েছেন এবং আমরা আমাদের ব্যবসায়িক কৌশল পারফরম্যান্সের মেট্রিক্সগুলোয় সেই আস্থার প্রতিদান দিতে প্রতিশ্রুতিবদ্ধ

অর্জনের বিষয়ে ব্যাংকের এমডি সিইও বলেন, শুধু একটি বিস্তৃত নেটওয়ার্ক এবং শক্তিশালী অঙ্গপ্রতিষ্ঠানের জন্যই নয়, আমাদের অর্জনের পেছনে রয়েছে আমাদের দক্ষ মেধাবী মানবসম্পদ ব্যাংকের বোর্ড সিনিয়র ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমি আমাদের গ্রাহক, কর্মী অন্য স্টেকহোল্ডারদের ধন্যবাদ জানাতে চাই তাদের আস্থা একাগ্রতার জন্যই আমরা প্রতি বছর নতুন উচ্চতায় পৌঁছতে পেরেছি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন