ইস্পাত রফতানি অর্ধেকের বেশি কমিয়েছে ইরান

বণিক বার্তা ডেস্ক

ইস্পাত উৎপাদন রফতানিতে ইরান ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে তবে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জেরে চলতি ২০২০-২১ অর্থবছরের শুরু থেকেই দেশটি থেকে ধাতব পণ্যটির রফতানিতে নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে এছাড়া দেশটির জ্বালানি তেল ইস্পাত খাতের ওপর আগে থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে, যা পণ্যটির রফতানি হ্রাসের অন্যতম কারণ সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (২১ মার্চ-২০ মে) দেশটির ইস্পাত রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় অর্ধেকের বেশি কমেছে খবর ফিন্যান্সিয়াল ট্রিবিউন

ইরানে ২১ মার্চ থেকে নতুন অর্থবছর শুরু হয় ২০২০-২১ অর্থবছরের প্রথম দুই মাসে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে লাখ হাজার ৬৬৫ টন ইস্পাত রফতানি হয়েছে আগের অর্থবছরের একই সময়ে দেশটি থেকে পণ্যটির রফতানির পরিমাণ ছিল ২০ লাখ ৪১ হাজার টন অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশটি থেকে ধাতব পণ্যটির রফতানি কমেছে ১২ লাখ ৩২ হাজার ৬৬৫ টন এর মধ্যে মার্চে মাত্র লাখ ৯৩ হাজার ৭৫৩ টন ইস্পাত রফতানি করেছে দেশটি

তবে গত এক বছরের মধ্যে ইরানের ইস্পাত উৎপাদনে চাঙ্গা ভাব বজায় রয়েছে ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ডব্লিউএসএ) তথ্য অনুযায়ী, ২০১৯ সালের মার্চ থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত দেশটিতে সব মিলিয়ে ২৮ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে, এক বছর আগের তুলনায় যা ১৪ দশমিক শতাংশ বেশি বৈশ্বিক পরিসরের তুলনায় দ্রুতগতিতে এগোচ্ছে ইরানের ইস্পাত উৎপাদন প্রবৃদ্ধি

ডব্লিউজিসির তথ্য অনুযায়ী,

২০১৯ সালে ইরানে ইস্পাতের উৎপাদন প্রবৃদ্ধি বেড়ে ৩০ শতাংশে উন্নীত হয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন