দ্বিতীয় প্রান্তিকে ভিয়েতনামের জিডিপি প্রবৃদ্ধিতে ধীরগতি

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ভিয়েতনামের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অন্তত এক দশকের মধ্যে সর্বোচ্চ ধীরগতি দেখা গেছে দেশটির জেনারেল স্ট্যাটিস্টিকস অফিসের (জিএসও) উপাত্ত অনুযায়ী, ২০২০ সালের এপ্রিল-জুনে এক বছর আগের থেকে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়েছে শূন্য দশমিক ৩৬ শতাংশ অথচ গত বছরের একই সময়ে প্রবৃদ্ধি হয়েছিল দশমিক ৭৩ শতাংশ খবর রয়টার্স

জিএসও জানিয়েছে, বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাসের সংক্রমণ ভিয়েতনামের আর্থসামাজিক প্রেক্ষাপটের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এক বছর আগের তুলনায় সেবা খাতের সংকোচন হয়েছে দশমিক ৭৬ শতাংশ তবে সময়ে শিল্প কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে দশমিক ৩৮ দশমিক ৭২ শতাংশ

কভিড-১৯ সংক্রমণ মোকাবেলায় অন্য অনেক দেশের তুলনায় বেশ ভালো অবস্থানে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে ৩৫৫ জন, মারা যায়নি একজনও একই সঙ্গে দুই মাস ধরে কোনো সামাজিক সংক্রমণও দেখা যায়নি অবস্থায় ভিয়েতনাম পুনরায় পুরোদমে অর্থনৈতিক কার্যক্রম শুরু করার জন্য মুখিয়ে আছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন