নিজস্ব নেভিগেশন ব্যবস্থা চালুর দ্বারপ্রান্তে চীন

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) বিকল্প হিসেবে নিজস্ব বেইদৌ- নেভিগেশন ব্যবস্থা চালু করছে চীন। এর প্রয়োজনীয় নেটওয়ার্ক তৈরির জন্য তারা সর্বশেষ স্যাটেলাইটটি পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছে। দেশটির কর্মকর্তারা তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।

গতকাল স্থানীয় সময় সকালে সিচুয়ানের জিচাং কেন্দ্র থেকে লং মার্চ-৩বি রকেটে করে স্যাটেলাইটটি পাঠানো হয়। রকম ৩৫টি স্যাটেলাইটের সমন্বয়ে গড়ে উঠেছে হাজার কোটি মার্কিন ডলারের চীনা নেটওয়ার্ক। এটি যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জিপিএসের বিকল্প হিসেবে কাজ করবে এবং বৈশ্বিক নেভিগেশন কাভারেজ দেবে বলে চীনা কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

গত সপ্তাহেই স্যাটেলাইটটি কক্ষপথে পাঠানোর পরিকল্পনা ছিল চীনের। তবে রকেট উেক্ষপণের আগে কারিগরি ত্রুটির কারণে সেই মিশন বাতিল করে তারা।

চীনের তৃতীয় প্রজন্মেরবেইদৌ নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম’ (বিডিএস) রাশিয়ার জিএলওএনএএসএস, ইউরোপের গ্যালিলিও সিস্টেম যুক্তরাষ্ট্রের জিপিএস ব্যবস্থার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন