কভিড-১৯

সারাবিশ্বে একদিনেই রেকর্ড ১ লাখ ৮৩ হাজার শনাক্ত

বণিক বার্তা ডেস্ক

করোনার প্রাদুর্ভাব কোনভাবেই যেন বশ মানছে না। গতকাল রোববার প্রকাশিত হালনাগাদ অনুসারে, একদিনে ১ লাখ ৮৩ হাজার মানুষের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্তের খবর নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটিই বিশ্বে একদিনে সর্বোচ্চ আক্রান্ত শনাক্তের রেকর্ড।

অনাকাঙ্খিত এই রেকর্ডের সবচেয়ে বড় ‘অংশই’ লাতিন আমেরিকার দেশগুলোর। গতকাল রোববার পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় এক ব্রাজিলেই ৫০ হাজারের বেশি মানুষের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, করোনাভাইরাসের পরীক্ষা বাড়িয়ে দেয়ার কারণেই বিশ্বব্যাপী শনাক্তের পরিমাণও বেড়েছে। 

যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে ব্রাজিলে মৃত্যু ৫০ হাজার ছাড়িয়ে গেছে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬৪১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সব মিলিয়ে, লাতিন দেশটিতে ৫০ হাজার ৬১৭ জন মানুষের মৃত্যু হলো।

১ লাখ ২০ হাজার মানুষের মৃত্যু নিয়ে রেকর্ডটা যুক্তরাষ্ট্রের। দেশটিতে আক্রান্ত শনাক্ত ২২ লাখেরও বেশি। 

এছাড়া রাশিয়ায় ৫ লাখ ৮৩ হাজার ও ভারতে ৪ লাখ ২৫ হাজার মানুষ কভিডে আক্রান্ত। লাতিন আমেরিকার দেশ পেরুতে আক্রান্ত আড়াই লাখ ছাড়িয়েছে, চিলিতে ২ লাখ ৪২ হাজার। 

সূত্র: বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন