১৩ বছরে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে

নিজস্ব প্রতিবেদক

 দেশের পুঁজিবাজারে লেনদেনে খরা চলছেই। গতকাল প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাত্র ৩৮ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যা গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭০ কোটি টাকা। লেনদেন কমলেও ডিএসইতে গতকাল সূচকের সামান্য উত্থান হয়েছে। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতে সূচক নিম্নমুখী থাকলেও বেলা ১১টার পর ঊর্ধ্বমুখী হতে থাকে। মাঝে কিছুটা নিম্নমুখিতা দেখা গেলেও শেষ পর্যন্ত সূচকের উত্থানে লেনদেন শেষ হয়। গতকাল ডিএসইতে সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের। এদিন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের দশমিক শতাংশ এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দশমিক শতাংশ বেড়েছে।

ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স পয়েন্ট বেড়ে গতকাল হাজার ৯৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে, এর আগের কার্যদিবসে যা ছিল হাজার ৯৬১ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস দশমিক ৩৪  পয়েন্ট বেড়ে দিন শেষে ৯১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর বু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে পয়েন্ট বেড়ে গতকাল হাজার ৩২৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন শেষে যা ছিল হাজার ৩২৫ পয়েন্টে।

গতকাল এক্সচেঞ্জটিতে মোট ৩৮ কোটি ৬০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৬৯ কোটি ৭০ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৭টির, কমেছে ১৪টির আর অপরিবর্তিত ছিল ২১৪টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ৪৪ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ শতাংশ করে দখলে নিয়েছে জ্বালানি বিদ্যুৎ খাত। ১২ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংক খাত। আর টেলিযোগাযোগ খাতের দখলে ছিল শতাংশ।

গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ সিকিউরিটিজ ছিল লিন্ডে বাংলাদেশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, রেকিট বেনকিজার, বাংলাদেশ সাবমেরিন কেবল, ফনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন লুব্রিকেন্টস ফেডারেল ইন্স্যুরেন্স।

দর বাড়ার শীর্ষ কোম্পানির তালিকায় ছিল ইস্টার্ন লুব্রিকেন্টস, অ্যাম্বি ফার্মাসিউটিক্যালস, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, পাওয়ার গ্রিড, ফনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, এনসিসি ব্যাংক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

অন্যদিকে এক্সচেঞ্জটিতে গতকাল দর পতনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে আইসিবি এমপ্লয়িজ মিউচুয়াল ফান্ড ওয়ান, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, ঢাকা ডাইং, সানলাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি, লিন্ডে বাংলাদেশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, দেশ গার্মেন্টস, এসিআই লিমিটেড ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস।

দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে প্রায় পয়েন্ট কমে হাজার ৮১৭ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল হাজার ৮১৯ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৯১টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮টির, কমেছে ৯টির আর অপরিবর্তিত ছিল ৭৪টির বাজারদর। গতকাল সিএসইতে মোট কোটি ২০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল কোটি ৪০ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন