চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি ৪.৫%: এডিবির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

চলতি বছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে ৪ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি পেতে পারে এবং আগামী বছর তা বেড়ে ৭ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে ২০২১ সালে বাংলাদেশের অর্থনীতি ক্ষতি কাটিয়ে ওঠার বিষয়ে আশা প্রকাশ করে বলা হয়, ২০১৮-১৯ অর্থবছরে ৮ দশমিক ১৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা বাংলাদেশ চলতি অর্থ বছরের জন্যও ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ধরেছিল। কিন্তু মহামারীর মধ্যে দুই মাসের লকডাউন আর বিশ্ব বাজারের স্থবিরতায় তা বড় ধাক্কা খায়।

মহামারীতে রফতানি আয় কমা এবং নিম্নমুখী প্রবাসী আয়ের (রেমিট্যান্স) বিষয়েও উল্লেখ করে চলতি বছরের প্রাক্কলনে ৪ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির আভাস দেয়া হয়েছে প্রতিবেদনে। ২০২১ সালে ৭ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি পেতে পারে বলে প্রতিবেদনে প্রাক্কলন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন