কভিড-১৯ সংকট

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের স্বার্থে নওগাঁ চেম্বারের মতবিনিময়

বণিক বার্তা প্রতিনিধি নওগাঁ

নওগাঁয় নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকদের সঙ্গে জেলার ২৪টি ব্যবসায়ী প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় চেম্বার ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল। সভায় নভেল করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষার জন্য সরকারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সভায় অন্যদের মধ্যে চেম্বারের পরিচালক মোতাহার হোসেন পলাশ, মীর জাহিদুল হাসান জুয়েল, সাজেদুল আলম লালটু, জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার, জেলা ধান-চাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক নিরোদ বরন সাহা চন্দন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা ড্রাগিস্ট অ্যান্ড ক্যামিস্ট সমিতির সভাপতি আতাউর রহমান খোকা, বাংলাদেশ জুয়েলারি সমিতির সভাপতি আবু সাঈদ রাজু, জেলা পেট্রল পাম্প মালিক সমিতির সভাপতি সামসুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন