দেড় লাখ টন অলিভ অয়েল রফতানি তিউনিশিয়ার

বণিক বার্তা ডেস্ক

একক দেশ হিসেবে অলিভ অয়েল উৎপাদনকারী রফতানিকারক দেশগুলোর বৈশ্বিক তালিকায় তিউনিশিয়ার অবস্থান শীর্ষে। নভেল করোনাভাইরাসের মহামারী দেশটির অলিভ অয়েল রফতানিতে বাধা হতে পারেনি। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) তিউনিশিয়া থেকে পণ্যটির রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় বেড়ে দেড় লাখ টনের কাছাকাছি পৌঁছে গেছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স এগ্রিমানি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে তিউনিশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে লাখ ৪৬ হাজার টন অলিভ অয়েল রফতানি হয়েছে। আগের বছরের একই প্রান্তিকে দেশটি থেকে ৮০ হাজার টন অলিভ অয়েল রফতানি হয়েছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া থেকে পণ্যটির রফতানি বেড়েছে ৬৬ হাজার টন।

গত জানুয়ারি-মার্চ প্রান্তিকে অলিভ অয়েল রফতানি করে তিউনিশিয়ার রফতানিকারকরা মোট ৮৯ কোটি ৬০ লাখ তিউনিশিয়ান দিনার (স্থানীয় মুদ্রা) বা ৩১ কোটি ডলার আয় করেছেন। গত বছরের একই প্রান্তিকে পণ্যটি রফতানি বাবদ দেশটির রফতানিকারকরা মোট ৭৪ কোটি তিউনিশিয়ান দিনার বা ২৫ কোটি ৫০ লাখ ডলার আয় করেছিলেন।

মূলত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে সবচেয়ে বেশি অলিভ অয়েল রফতানি করে তিউনিশিয়া। চলতি বছরের প্রথম প্রান্তিকে মহামারীর মধ্যেও স্পেন ইতালিতে সবচেয়ে বেশি অলিভ অয়েল রফতানি করেছে দেশটি।

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন