ওয়েব ব্রাউজার

বাজার দখলে শীর্ষে ক্রোম

বণিক বার্তা ডেস্ক

বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগলের ওয়েব ব্রাউজারগুগল ক্রোমগত মাসে বাজার দখলে শীর্ষ অবস্থানে উঠে এসেছে। ইন্টারনেট তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান নেটমার্কেটশেয়ারের ডাটার উদ্ধৃতি দিয়ে কম্পিউটার ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, ওয়েব ব্রাউজারের বাজারে ডেস্কটপ ব্যবহারকারীদের মধ্যে ক্রোম ৬৮ দশমিক ২৬ শতাংশ দখলে রেখেছে। বাজার দখলে ক্রোমের ধারেকাছেও অন্য কোনো ব্রাউজার নেই। খবর সিনেট।

নেটমার্কেটশেয়ারের তথ্য অনুযায়ী, ব্রাউজারের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ বাজার দখলে রেখেছে ফায়ারফক্স। ব্রাউজারটির দখলে রয়েছে দশমিক শতাংশ। মাইক্রোসফটের এজ ব্রাউজারের দখলে রয়েছে বাজারের দশমিক ৬৭ শতাংশ।

কম্পিউটার ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, ব্রাউজারের বাজার দখলের দিক থেকে ক্রোমের বর্তমান অবস্থানের মতো আর কোনো ব্রাউজার গত এক যুগে আসতে পারেনি। এর আগে ২০০৮ সালের ডিসেম্বরে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার বাজারের ৭০ শতাংশ দখলে নিতে সক্ষম হয়েছিল। ওই সময় মজিলার ফায়ারফক্সের জনপ্রিয়তার কারণে ইন্টারনেট এক্সপ্লোরারের ব্যবহার কমতে শুরু করেছিল। তার পরও বাজারের ৭০ শতাংশ পর্যন্ত দখলে রাখতে পেরেছিল ইন্টারনেট এক্সপ্লোরার। এক যুগের ব্যবধানে ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার বাজার থেকে বিদায় নিয়েছে।

শুধু মোবাইল ব্রাউজার বিবেচনা করলেও গুগলের ক্রোম ৬৪ দশমিক শূন্য শতাংশ দখলে রেখেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপলের সাফারি ব্রাউজার, যার বাজার দখল ২৬ দশমিক ৭১ শতাংশ। ট্যাবলেট বাজারেও আধিপত্য ধরে রেখেছে গুগল। নেটমার্কেটশেয়ারের তথ্য অনুযায়ী, ৪৮ দশমিক ৫৯ শতাংশ ট্যাবলেটের বাজার ক্রোমের দখলে রয়েছে। সাফারির দখলে রয়েছে ৪১ দশমিক ১৭ শতাংশ।

গুগল সম্প্রতি ক্রোম ৮৩ সংস্করণ উন্মুক্ত করেছে, যাতে বেশকিছু নতুন ফিচার এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রুপ ট্যাবস। যাদের ব্রাউজারে একাধিক ট্যাব খুলে কাজ করতে হয়, তাদের জন্য বারবার সব ট্যাব খোলা বিরক্তিকর। গুগল তাদের ক্রোম ব্রাউজারে নতুন ফিচারটির মাধ্যমে বিভিন্ন ট্যাব ব্যবস্থাপনা সহজ করেছে।

গুগল ক্রোম ব্যবহারকারীরা একটি গ্রুপে পছন্দের ট্যাবগুলো রাখতে পারবেন। এর কাস্টোমাইজড নামও দিতে পারবেন। একাধিক গ্রুপ তৈরি করে এক গ্রুপ থেকে আরেক গ্রুপে ট্যাব স্থানান্তর করাও যাবে। ট্যাব গ্রুপ থেকে ট্যাব সরানো বা আগে-পরে করার সুযোগও থাকবে। প্রচলিত ট্যাবের মতোই গ্রুপ ক্রোম বন্ধ বা চালু করার সময় সংরক্ষিত থাকবে। তাই কোনো ওয়েবপেজ হারানোর আশঙ্কা থাকবে না।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন