‘চুল কাটার’ শাস্তি মানতে পারছেন না সানচো

ক্রীড়া ডেস্ক

সম্প্রতি চুল কেটে বিপদে পড়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের তারকা স্ট্রাইকার জাডোন সানচো। কেবল চুল কাটলে হয়তো ঝামেলায় পড়তে হতো না তাকে। সানচো মূলত বিপদে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চুল কাটার ছবি দিয়ে। যেখানে তার মুখে মাস্কও ছিল না। ফলে সানচোকে গুণতে হয়েছে জরিমানা। যদিও জার্মান ফুটবল লিগের পক্ষ থেকে দেয়া এই শাস্তি মানতে পারছেন না সানচো। এই শাস্তিকে ‘চরম কৌতুক’ বলে মন্তব্য করেছেন তিনি।

অবশ্য সানচো একাই নন, নিয়ম ভাঙায় তার সঙ্গে শাস্তির মুখে পড়তে হয়েছে সতীর্থ ম্যানুয়েল আকানজিকেও।

এ দুজনকে দেয়া শাস্তির ব্যাপারে লিগের পক্ষ থেকে বলা হয়, নিশ্চিতভাবেই এখানে সাধারণ স্বাস্থ্য সুরক্ষানীতি এবং সংক্রমণ প্রতিরক্ষা মান লঙ্ঘিত হয়েছে।

২০ বছর বয়সী ইংলিশ তারকা সানচো এই সিদ্ধান্তের বিরোধীতা করে টুইটারে পোস্ট দিলেও, পরে তা ডিলিট করে দেন। তবে শাস্তিও বিরোধিতা করে সানচোর পাশে দাঁড়িয়েছে ডর্টমুন্ড কর্তৃপক্ষ। তারা বলেছে, খেলোয়াড়রা বুন্দেসলিগার স্বাস্থ্য ও সুরক্ষা নীতি লঙ্ঘন করেনি। 

অবশ্য জার্মানিতে সেলুন ব্যবহারের নতুন নিয়মে গ্রাহক এবং নাপিত দুজনকেই মাস্ক পরে থাকার কথা বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন