৬ জেলায় বজ্রপাতে নয়জনের মৃত্যু

বণিক বার্তা ডেস্ক

ময়মনসিংহ, বগুড়া, জয়পুরহাট, চট্টগ্রামযশোর সুনামগঞ্জে বজ্রপাতে নয়জনের মৃত্যু হয়েছে। গতকাল এসব ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর

ময়মনসিংহ: ফুলবাড়িয়া উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামের আব্দুল মোতালেব, রামনগড় গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে রবিন মিয়া কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ পূর্বপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে ইমরান।

ফুলবাড়িয়া থানার ওসি আজিজুর রহমান জানান, বিকালে জঙ্গলবাড়ি গ্রামে গোসল করার সময় বজ্রাহত হয়ে কৃষক আব্দুল মোতালেবের মৃত্যু হয়। রবিন মিয়া বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যায়। এছাড়া বাড়ির পাশে খোলা মাঠে ঘুড়ি ওড়ানোর সময় বজ্রপাতে ইমরান হোসেন আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বগুড়া: কাহালু সারিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। গতকাল এসব ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হন আরো তিনজন।

নিহতরা হলেন কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের এরুইল মধ্যপাড়ার মৃত কছিমুদ্দিনের ছেলে মোকলেছার রহমান সারিয়াকান্দি পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের বুলু প্রামাণিকের ছেলে লেবু মিয়া।

স্থানীয়রা জানায়, বেলা সোয়া ৩টার দিকে এরুইলে বাড়ির পাশে রাস্তার ওপর বস্তায় ধান ভরার সময় চারজন বজ্রাহত হন। এতে ঘটনাস্থলেই মোকলেছার মারা যান। কাহালু থানা ওসি মো. জিয়া লতিফুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে গতকাল দুপুর আড়াইটার দিকে সারিয়াকান্দিতে যমুনা নদীর কুরিপারা চরে বজ্রপাতে লেবু মিয়া নিহত হন। স্বজনরা জানান, তিনি কুরিপারা চর থেকে বাড়িতে আসার জন্য যমুনার তীরে নৌকার জন্য অপেক্ষা করছিলেন। সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

জয়পুরহাট: সদর উপজেলার পূর্ব পারুলিয়া গ্রামে বজ্রপাতে সুকুমল সরকার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ঘটনা ঘটে। সুকুমল সরকার পূর্ব পারুলিয়া গ্রামের মৃত রাজেন্দ্র সরকারের ছেলে।

স্থানীয়রা জানায়, সুকুমল দুপুরে মাঠে কাজ শেষে বাড়িতে ফিরে বাইরে টিউবওয়েলে গোসল করছিলেন। সময় বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি শাহরিয়ার খান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম: মিরসরাইয়ে বজ্রপাতে মো. তুহিন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামে ঘটনা ঘটে। নিহত তুহিন ওই গ্রামের গোলবক্স মিস্ত্রিবাড়ির প্রবাসী বাবুলের ছেলে। সে খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।

নিহত তুহিনের জেঠা রফিকুল ইসলাম বলেন, গতকাল সকালে তুহিন নিজেদের জমিতে মরিচ তোলার জন্য যায়। সময় হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর: মণিরামপুরে বজ্রপাতে দীপ্ত বৈরাগী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার কুলটিয়া ইউনিয়নের হাটগাছা গ্রামে ঘটনা ঘটে। দীপ্ত বৈরাগী ওই গ্রামের ব্রজেন বৈরাগীর ছেলে।

নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ বখতিয়ার হোসেন জানান, দীপ্ত সকালে বাড়ির পাশে বিলের মধ্যে মাছের ঘেরে কাজ করতে যান। কাজ শেষে গবাদিপশুর জন্য ঘাস কেটে বেলা ২টার দিকে তিনি নৌকায় বাড়ি ফিরছিলেন। সময় বজ্রপাতে নৌকার ওপরেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিল থেকে তার মরদেহ উদ্ধার করে।

সুনামগঞ্জ: দিরাইয়ের হাওড়ে বজ্রপাতে তকবির হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সকালে ছায়ার হাওড়ে ঘটনা ঘটে। তকবির হোসেন নলুয়ারচর গ্রামের খালেক মিয়ার ছেলে।

দিরাই থানার ওসি কেএম নজরুল ইসলাম জানান, বজ্রপাতের ঘটনায় হতাহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন