প্রথম প্রান্তিকে প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ১৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২০ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রাইম ব্যাংক লিমিটেড এককভাবে ৫১ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে। যা এর আগের ২০১৯ সালের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বেশি। আর সময়ে ব্যাংকটির এককভাবে ১৬২ কোটি টাকার পরিচালন মুনাফা হয়েছে, যা এর আগের বছরের একই সময়ে ছিল ১৩৯ কোটি টাকা। কভিড-১৯ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য গতকাল লাইভ ওয়েবকাস্টের মাধ্যমে ব্যাংকটি প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করেছে।

প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৩৮ পয়সা। বছরের ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ১১ পয়সায়, যা এর আগের বছরের একই সময়ে ছিল ২৩ টাকা ৫০ পয়সা। আলোচ্য সময়ে এককভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফএস) দাঁড়িয়েছে টাকা ১৭ পয়সায়, যা এর আগের বছরের একই সময়ে ছিল টাকা ৭৪ পয়সা।

আর্থিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ বলেন, করোনাভাইরাস সংক্রমণের জন্য দেশের ব্যাংকিং কর্মকাণ্ড ব্যবসা-বাণিজ্যের গতি মন্থর হওয়া সত্ত্বেও প্রাইম ব্যাংক ২০২০ সালের প্রথম প্রান্তিকে আশাব্যঞ্জক ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে। এই দুর্যোগের সময়ে আমাদের কর্মীবাহিনী, গ্রাহক কমিউনিটির স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।

সময় অন্যদের মধ্যে ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক সিএফও মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক সিবিও ফয়সাল রহমান, হেড অব কনজিউমার ব্যাংকিং এএনএম মাহফুজ, হেড অব এমএসএমই ব্যাংকিং সৈয়দ এম ওমর তৈয়ব, হেড অব টিবি, এসএফডি আইডি শামস আবদুুল্লাহ মোহাইমিন, সিওও আবদুল হালিম, হেড অব ট্রেজারি এসকে মতিউর রহমান, হেড অব আইসিসি মোহাম্মদ জসিম উদ্দীন এবং হেড অব ব্র্যান্ড কমিউনিকেশনস নাজমুল করিম চৌধুরী অনুষ্ঠানে অংশ নেন।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন