করোনা চিকিৎসায় ভেন্টিলেটর-ন্যাজাল ও ক্যানোলা দিল এস আলম গ্রুপ

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাসেবা দেয়ার জন্য চট্টগ্রামের তিনটি হাসপাতালে ছয়টি ভেন্টিলেটর আটটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিয়েছে এস আলম গ্রুপ। এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের নির্দেশে ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনের মাধ্যমে এসব চিকিৎসাসামগ্রী দেয়া হয়। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জন্য চারটি ভেন্টিলেটর এবং চারটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জন্য দুটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা, চট্টগ্রাম মা শিশু হাসপাতালের জন্য দুটি ভেন্টিলেটর দুটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা বুঝিয়ে দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে তৈরি ফিলিপস ব্যান্ডের প্রতিটি ভেন্টিলেটরের দাম সাড়ে ২৭ লাখ টাকা এবং নিউজিল্যান্ডের তৈরি প্রতিটি এয়ারবু হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার দাম প্রায় ১৫ লাখ টাকা পড়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন