অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

টিসিবির সাবেক কর্মচারীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

জ্ঞাত আয়বহির্ভূত পন্থায় সম্পদ অর্জনের অভিযোগে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাবেক এক কর্মকর্তা তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বুধবার দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আলতাফ হোসেন বাদী হয়ে মামলাটি করে।

মামলায়, কোটি ২৩ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে টিসিবির সাবেক সহকারী কার্যনির্বাহী আলী আজম খান তার স্ত্রীর বিরুদ্ধে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের মে আলী আজম তার স্ত্রীকে সম্পদ বিবরণী দাখিলের নোটিস দেয় দুদক। ওই বছরের ২৭ মে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন তারা। সম্পদ বিবরণীতে আলী আজম খান স্থাবর-অস্থাবরসহ মোট কোটি ৫৪ লাখ ৪৮ হাজার টাকার সম্পদের তথ্য দাখিল করেন। এর মধ্যে কোটি ২৩ লাখ ৩৮ হাজার ৬৬৩ টাকার সম্পদ জ্ঞাত আয়বহির্ভূত বলে দুদকের কাছে প্রতীয়মান হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে কোটি ২৩ লাখ ৩৮ হাজার ৬৬৩ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদ নিজেদের দখলে রেখেছেন এবং জেনেশুনে অসৎ উদ্দেশ্যে এসব সম্পদ অর্জনের উৎস সম্পর্কে মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন তথ্য দুদকে দাখিল করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন